‘ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় প্রিন্ট করে জুতা নিক্ষেপ করো’

গত বছর জুলাই গণঅভুত্থ্যানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডেও ভক্তমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তবে শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একদল ভক্তের রোষানলে পড়েছেন এই তারকা।

যেখানে তিনি বিখ্যাত কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু লাইন শেয়ার করেন, ‘‘সে যখন বললো, ‘ভাইসব।’ অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাড়িয়ে গেল। সে যখন ডাকলো ‘ভাইয়েরা আমার।’ ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়।’’

একই পোস্টে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে খায়রুল বাসার শেয়ার করেন আরেক প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের ‘বাংলার ধ্রুবতারা’ শীর্ষক কবিতাটি, ‘‘শত বছরের শত সংগ্রাম শেষে / রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে / অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন / তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল / হৃদয়ে লাগিল দোলা / জনসমুদ্রে জাগিল জোয়ার / সকল দুয়ার খোলা / কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর-কবিতাখানি / ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’/ সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’’

অভিনেতার এই পোস্টই ভালোভাবে নেয়নি একদল ভক্ত-সমর্থক। এই ঘটনায় খায়রুল বাসারসহ কয়েকজন তারকার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেছেন, ‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন আপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?’



ব্যক্তিজীবনে খায়রুল বাসার নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যে কারণে অনুজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না! তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা...’।

টিকে/

Share this news on:

সর্বশেষ

'বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন করার করার চেষ্টা করবো' Aug 16, 2025
শহীদ আফ্রিদিসহ নয়জন ক্রীড়াব্যক্তিকে দেওয়া হচ্ছে বেসামরিক সম্মাননা Aug 16, 2025
ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ Aug 16, 2025
ডিসির সামনেই সার্জেন্টের 'টাকা তোলার' অভিযোগ ব্যক্তির! Aug 16, 2025
img
মৌসুমের উদ্বোধনী ম্যাচে আবারও সালাহ'র রেকর্ড Aug 16, 2025
img
আমি তো আসলে ওইটা বুঝাইনি, যেমন অনেকে বলছে মিয়া খলিফা: মাহি Aug 16, 2025
img
মেলবোর্নে সেরা অভিনেতা অভিষেক, সামাজিক মাধ্যমে আবেগী বার্তা অমিতাভের Aug 16, 2025
img
নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী Aug 16, 2025
img
বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি Aug 16, 2025
img
মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বার্সা কোচ Aug 16, 2025
বলিউডের নায়কদের ‘বদমাশ’ আখ্যা দিলেন কঙ্গনা Aug 16, 2025
টেস্ট ছাড়তে চাননি কোহলি-রোহিত, চাপ দিয়ে বিদায় বলল বোর্ড! Aug 16, 2025
জনগণ চাইলে নির্বাচন ঠেকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 16, 2025
পুলিশের কাছে স্থানীয়দের যত অভিযোগ! খিলক্ষেতে 'ওপেন হাউজ ডে' Aug 16, 2025
img
আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব : নাহিদ ইসলাম Aug 16, 2025
img
'আমার সন্তান ব্যবসার উপাদান নয়', সোশ্যাল মিডিয়ায় ক্ষিপ্ত পরীমণি Aug 16, 2025
img
প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমাতে হবে : ফাওজুল কবির খান Aug 16, 2025
img
শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক: সেনাপ্রধান Aug 16, 2025
img
ইংল্যান্ড থেকে লেভেল-টু কোচিং সম্পন্ন করলেন আকবর Aug 16, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা Aug 16, 2025