পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১

উত্তর পাকিস্তানে টানা ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৩ জন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিত-বালতিস্তানে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩০৭ জন মারা গেছেন। তাদের অধিকাংশই আকস্মিক বন্যা ও বাড়িঘর ধসে প্রাণ হারিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী ৯টি জেলায় উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে প্রাদেশিক উদ্ধার সংস্থা এএফপিকে জানিয়েছে। কিন্তু এখনো বৃষ্টি অব্যাহত থাকায় কাজ ব্যাহত হচ্ছে।

উদ্ধার সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি বলেন, ত্রাণ সরবরাহ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। ভারি বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে ভূমিধস ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুল্যান্স পরিবহন করা যাচ্ছে না। অধিকাংশ জায়গায় সড়ক বন্ধ থাকায় উদ্ধারকর্মীরা হেঁটে দুর্গম এলাকায় পৌঁছচ্ছেন। জীবিতদের সরিয়ে নেওয়ার চেষ্টার করলেও অনেকেই যেতে চাইছেন না। তাদের স্বজনরা এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পাহাড়ি জেলা— বুনের, বাজউর, সোয়াত, শাংলা, মানসেহরা ও বাত্তাগ্রামকে দুর্যোগাক্রান্ত এলাকা ঘোষণা করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর উত্তর-পশ্চিম পাকিস্তানে আরো ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। এ ছাড়া জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থার প্রতিনিধি সৈয়দ মুহাম্মদ তায়্যব শাহ বলেন, ‘এ বছরের বর্ষা স্বাভাবিক সময়ের তুলনায় আগে শুরু হয়েছে এবং দেরিতে শেষ হবে। আগামী ১৫ দিনে বর্ষার তীব্রতা আরো বেড়ে যাবে।’

বুনের জেলার বাসিন্দা আজিজুল্লাহ এএফপিকে বলেন, ‘আমি হঠাৎ পাহাড় ধসে পড়ার মতো শব্দ শুনলাম। বাইরে গিয়ে দেখি পুরো এলাকা কাঁপছে। মনে হচ্ছিল পৃথিবীর শেষ দিন এসে গেছে। পানি এত জোরে প্রবাহিত হচ্ছিল যে মাটি কেঁপে উঠছিল। তখন মনে হচ্ছিল মৃত্যুই সামনে দাঁড়িয়ে আছে।’

উল্লেখ্য, চলতি বর্ষায় জুন থেকে পাকিস্তানজুড়ে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। জুলাই মাসে পাঞ্জাব প্রদেশে গত বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই প্রদেশেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

সূত্র : এএফপি

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

'বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন করার করার চেষ্টা করবো' Aug 16, 2025
শহীদ আফ্রিদিসহ নয়জন ক্রীড়াব্যক্তিকে দেওয়া হচ্ছে বেসামরিক সম্মাননা Aug 16, 2025
ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ Aug 16, 2025
ডিসির সামনেই সার্জেন্টের 'টাকা তোলার' অভিযোগ ব্যক্তির! Aug 16, 2025
img
মৌসুমের উদ্বোধনী ম্যাচে আবারও সালাহ'র রেকর্ড Aug 16, 2025
img
আমি তো আসলে ওইটা বুঝাইনি, যেমন অনেকে বলছে মিয়া খলিফা: মাহি Aug 16, 2025
img
মেলবোর্নে সেরা অভিনেতা অভিষেক, সামাজিক মাধ্যমে আবেগী বার্তা অমিতাভের Aug 16, 2025
img
নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী Aug 16, 2025
img
বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি Aug 16, 2025
img
মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বার্সা কোচ Aug 16, 2025
বলিউডের নায়কদের ‘বদমাশ’ আখ্যা দিলেন কঙ্গনা Aug 16, 2025
টেস্ট ছাড়তে চাননি কোহলি-রোহিত, চাপ দিয়ে বিদায় বলল বোর্ড! Aug 16, 2025
জনগণ চাইলে নির্বাচন ঠেকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 16, 2025
পুলিশের কাছে স্থানীয়দের যত অভিযোগ! খিলক্ষেতে 'ওপেন হাউজ ডে' Aug 16, 2025
img
আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব : নাহিদ ইসলাম Aug 16, 2025
img
'আমার সন্তান ব্যবসার উপাদান নয়', সোশ্যাল মিডিয়ায় ক্ষিপ্ত পরীমণি Aug 16, 2025
img
প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমাতে হবে : ফাওজুল কবির খান Aug 16, 2025
img
শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক: সেনাপ্রধান Aug 16, 2025
img
ইংল্যান্ড থেকে লেভেল-টু কোচিং সম্পন্ন করলেন আকবর Aug 16, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা Aug 16, 2025