ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা, বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিল। ২০২৫ সালের মে মাসে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির আগে তারা টেস্ট থেকে বিদায় নেন। অনেকেই ধারণা করেছিলেন যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খারাপ পারফরম্যান্স তাদের এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। কিন্তু সাবেক ভারতীয় ক্রিকেটার কারসন ঘাবরি এই ঘটনার একটি নতুন দিক উন্মোচন করেছেন।
ঘাবরি দাবি করেছেন, দুই তারকাই খেলতে চেয়েছিলেন, কিন্তু বিসিসিআই-এর অভ্যন্তরীণ রাজনীতি তাদের বাধ্য করেছে বিদায় নিতে। তিনি বলেন, ‘কোহলি এবং রোহিত উভয়ই ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিসিসিআইয়ের ‘অভ্যন্তরীণ রাজনীতি’ তাদের বাধ্য করেছে অবসর নিতে। কোহলি সহজেই আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতেন। কিন্তু তাকে এবং রোহিতকেও বেরিয়ে যেতে বলা হয়েছে।’
ঘাবরি আরো যোগ করেন, ‘এমন মহৎ খেলোয়াড়দের, যারা দেশের জন্য অসামান্য সেবা করেছেন, তাদেরকে চমৎকার একটি বিদায় দেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি।’
কারসন ঘাবরি বোর্ডার-গাভাস্কার ট্রফি এবং নির্বাচক কমিটির ভূমিকাকেও দায়ী করেছেন। তিনি বলেন, ‘এটি বিসিসিআই-এর অভ্যন্তরীণ রাজনীতির কারণে হয়েছে।
নির্বাচক এবং বোর্ডের ভিন্ন পরিকল্পনার কারণে তারা টেস্ট ক্রিকেট থেকে আগেভাগে বিদায় নিতে বাধ্য হয়েছেন। এটা তাদের নিজের ইচ্ছা ছিল না, বরং তারা তুচ্ছ রাজনীতির শিকার হয়েছেন।’
তাছাড়া কোহলি ও রোহিত শীঘ্রই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন খবর বেরিয়েছে। যা তাদের ২০২৭ সালের বিশ্বকাপের স্বপ্নকে শেষ করে দিতে পারে।
বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতের অন্যতম সেরা ওয়ানডে ক্রিকেটার।
বিরাট কোহলি ৩০২টি ম্যাচে ১৪,১৮১ রান সংগ্রহ করেছেন, গড় ৫৭.৮৮, যার মধ্যে আছে ৫১টি শতক ও ৭৪টি অর্ধশতক। তার সর্বোচ্চ স্কোর ১৮৩।
অন্যদিকে, রোহিত শর্মা ২৭২টি ম্যাচে ১১,১৬৮ রান করেছেন, গড় ৪৮.৭৬, ৩২টি শতক ও ৫৯টি অর্ধশতকসহ। তার সর্বোচ্চ ইনিংস ২৬৪ রানের।
এফপি/ টিএ