শেখ মুজিবের স্মরণে টাকা দিয়ে পোস্ট করিয়েছেন শাওন! যা বললেন সংশ্লিষ্ট তারকারা

গতকাল ১৫ আগস্ট ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে তাকেসহ তার পরিবারের বেশকিছু সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।

শেখ হাসিনার আমলে বাবা ও পরিবারের মানুষদের হারানোর দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন তিনি। বিগত ১৬ বছর দিনটি পালিত হত আড়ম্বরের সঙ্গে। কিন্তু গত বছর জুলাই আন্দোলনের ফলে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ১৫ আগস্টের শোক দিবসের ছুটি বাতিল করা হয়।

এমনকি এইদিনে কোন আয়োজন করা যাবে না বলেও নিষেধাজ্ঞা আসে। এ বছরও একই আদেশ বহাল ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গতকাল দেখা যায় এক অন্যরকম চিত্র। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রিয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।



ফেসবুক সয়লাব হয়ে যায় বঙ্গবন্ধুকে নিয়ে অজস্র পোস্টে। পিছিয়ে ছিলেন না দেশের শোবিজ তারকারাও। শতাধিক তারকা ফেসসুকে বঙ্গবন্ধু বন্দনা করেছেন। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান থেকে শুরু করে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান- কেউই বাদ পড়েননি সেই তালিকা থেকে।

কিন্তু সন্ধ্যা গড়াতেই সোশ্যাল মিডিয়ায় একটি স্ত্রিনশট ঘুরতে থাকে। বঙ্গবন্ধুকে নিয়ে যে স্বতঃস্ফূর্তভাবে সবাই ফেসবুকে লেখালেখি করছেন, তার জয়গান করছেন, তার কৃতিত্বকে স্মরণ করছেন তা মানতে পারেনি একটি গোষ্টী। মূলত তাদেরই কেউ বা কারা এই স্ক্রিনশটটি ফেসবুকে ছড়িয়ে দেয়।



তাতে দেখা যায়, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী সুপরিচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন ২০ হাজার করে টাকার বিনিময়ে এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, জাহের আলভী, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও নির্মাতা সুমন আনোয়ারকে দিয়ে বঙ্গবন্ধুর উপর পোস্ট করিয়েছেন।

মীর মোরসালিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই স্ক্রিনশটটি ছড়ানো হয়। তাতে সংযুক্ত করা হয় শাওনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ১৫ আগস্ট তারিখে উপরুক্ত তারকাদের নামে ২০ হাজার করে টাকা পাঠানোর একটি স্টেটমেন্ট!

বিষয়টি নজর এড়ায়নি সংশ্লিষ্ট তারকাদেরও। মেহের আফরোজ শাওন ঠাট্টার ছলে লিখেছেন, ‘যারা পাও নাই/পান নাই, তারা খায়রুল বাসার, সুমন আনোয়ার, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদার সঙ্গে যোগাযোগ কর/করেন। ধন্যবাদ’



সুনেরাহ বিনতে কামাল শুরুতেই স্পষ্ট করেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে। স্ক্রিনশটটি শেয়ার করে তিনি লেখেন, ‘এই অ্যাকাউন্টটি ভুয়া খবর ছড়াচ্ছে। এডিটটাও ভালো হয়নি। একতো শুক্রবারে নাকি স্টেটমেন্ট দিসে ব্যাংক। তার মধ্যে বাজে সম্পাদনা হাহা। অন্তত আমাদের পারিশ্রমিকটা তো জেনে নিত। আমার বিবিএল-এ একাউন্টও নেই।’

মুমতাহিনা চৌধুরী টয়া লেখেন, ‘যে বলদ এটা বানিয়েছে সে একটা ফকিন্নি। তাই তার চিন্তাও ফকিন্নির মতো। শোন বলদ, এতো কম টাকা নিয়ে কেউ পোস্টে লাইকও দেয় না। এডিট টাও ঠিকমতো করল না, গাঁধা!’

শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আফসোস! একটু আইডিয়া নিয়ে এডিট করতে পারলেও কথা ছিল। তাই বলে এতো কম টাকা! তবে এই লোকের উদ্দেশ্য ছিল একটু ভাইরাল হওয়া এবং সেটা মনে হয় পারছে অ্যাটলিস্ট।’

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন : ফারুক Aug 17, 2025
img
অ্যানফিল্ডে বর্ণবাদী আচরণের ঘটনায় একজন গ্রেপ্তার Aug 17, 2025
img
ডিপিএলের খারাপ পারফরম্যান্স ভুলে নতুন শুরুর স্বপ্ন জিসানের Aug 17, 2025
img
কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় Aug 17, 2025
img
বেসরকারি স্কুলগুলো শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে : আমিনুল হক Aug 16, 2025
‘যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারেও ছাড়তেছি না’ Aug 16, 2025
শ্রীকৃষ্ণের মূল্যবোধ নিয়ে সেনাপ্রধানের বিশেষ বক্তৃতা! Aug 16, 2025
img
কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট, জুলাই সনদের খসড়ায় আরো যা আছে Aug 16, 2025
img
'শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম, রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি' Aug 16, 2025
img
হাসিনার সংবিধানে নির্বাচন হলে সবাই রাষ্ট্রদ্রোহী বিবেচিত হতে পারে: ফরহাদ মজহার Aug 16, 2025
img
চিকিৎসকদের প্রতি আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ Aug 16, 2025
img
ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু Aug 16, 2025
img
আওয়ামী লীগ নির্বাচনকে ধর্ষণ করেছে : আব্দুন নূর তুষার Aug 16, 2025
img
নিজের ইচ্ছাতে নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা Aug 16, 2025
img
ইনজুরিতে ঋতুপর্ণা, জয়হীন পারো এফসি Aug 16, 2025
img
নতুন বাংলাদেশ গড়তে হয়, তবে কোনো বিভাজন করা যাবে না : আমীর খসরু Aug 16, 2025
সুরের জাদুকরের জন্মদিনে ‘চলো বদলে যাই’ গানের গল্প Aug 16, 2025
আসন বণ্টন থেকে জোট সম্প্রসারণ, তুঙ্গে রাজনৈতিক দরকষাকষি Aug 16, 2025
অযথা টেস্ট বন্ধে চিকিৎসকদের প্রতি আহ্বান আসিফ নজরুলের Aug 16, 2025
img
সুযোগ পেলে শেখ হাসিনা আরও মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতো : এ্যানি Aug 16, 2025