পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ঝড় তুলেও ইনিংস বড় করতে পারেননি জিসান আলম। তবে নেপালের বিপক্ষে আর সেই ভুল করলেন না। ওপেনিংয়ে নেমেই মারকাটারি ব্যাটিংয়ে বোলারদের উপর ছড়ালেন দাপট। একের পর এক চার-ছক্কায় সাজালেন ঝলমলে ইনিংস। ৪৬ বলে ৭৩ রান করে এনে দিলেন বাংলাদেশ ‘এ’ দলের জন্য দারুণ সূচনা, যেখান থেকে গড়ে ওঠে ১৮৬ রানের শক্তিশালী সংগ্রহ।
এরপর বাংলাদেশি বোলারদের চাপে ১৪৪ রানের বেশি করতে পারেনি নেপাল। ফলে বাংলাদেশ 'এ' দল ৩২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। ফলে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ 'এ' দল। ম্যাচ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জিসান জানিয়েছেন প্রথম ম্যাচে হারের পরও তাদের আত্মবিশ্বাস ছিল ঘুরে দাঁড়ানোর।
জিসান বলেন, 'শেষ ম্যাচ হারার পর সবার আত্মবিশ্বাস ছিল আমরা পরবর্তী ম্যাচগুলো জিতব। এটা খেলারই অংশ। একটা ম্যাচ হারতেই পারি। এখন আমরা একটি ছন্দ পেয়েছি। ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।'
নিজের ইনিংস নিয়ে জিসান বলেন, 'তেমন কোনো লক্ষ্য ছিল না। দল হিসেবে খেলার চেষ্টা করেছি। ইনিংসটা যতটুকু খেলেছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আরেকটু ক্যারি করতে পারতাম দলের জন্য আরও ভালো হতো।'
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের আসরটি খুব একটা ভালো যায়নি জিসানের। ১৫ ম্যাচে ৪০০ রানের বেশি করতে পারেননি তিনি। আসর জুড়ে ২৮.৫৭ গড়ে রান করেছিলেন। কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। তবে দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই ওপেনিং ব্যাটার। আপাতত জিসানের মনোযোগ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেই। ভুলে যেতে চান ডিপিএলের পারফরম্যান্সের কথা।
জিসান এ প্রসঙ্গে বলেন, 'ডিপিএলের পারফরম্যান্সটা নিয়ে ভাবছি না। আমি বলবো না যে আমি ভালো খেলেছি। ওইটা আমি ভুলে যেতে চাই। এখন যেটা চলছে এটা নিয়ে চিন্তা করছি। পাস্ট ইজ পাস্ট।'