উলভসকে ৪-০ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু ম্যানসিটির
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শক্তিশালী বার্তা পাঠালো ম্যানচেস্টার সিটি। শনিবার মলিনিউক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গার্দিওলার দল শিরোপার দৌড়ে নিজেদের ফেভারিট হিসেবে প্রমাণ করলো।
প্রথমার্ধে সিটি পুরোপুরি আধিপত্য বিস্তার করে। ৩৪ মিনিটে রিকো লুইসের ক্রস থেকে সহজেই গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার এরলিং হালান্ড। মাত্র তিন মিনিট পরেই অভিষিক্ত ডাচ মিডফিল্ডার টিজ্জানি রেইজিন্ডার্স দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৬১ মিনিটে আবারও গোল করেন হালান্ড, এবার অস্কার ববের অ্যাসিস্ট থেকে। আর ৮১ মিনিটে বদলি হিসেবে নামা আরেক অভিষিক্ত রায়ান চের্কি শৈল্পিক শটে জালে বল পাঠিয়ে সিটির বড় জয় নিশ্চিত করেন।
ডাচ তারকা রেইজিন্ডার্স গোল ও অ্যাসিস্ট করে সিটির আক্রমণভাগে বিশেষ প্রভাব বিস্তার করেন। ফরাসি তরুণ চের্কি অভিষেকেই গোল পেয়ে দলে নতুন সম্ভাবনার বার্তা দিলেন। অন্যদিকে নতুন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ডেবিউ ম্যাচেই ক্লিন শিট নিশ্চিত করেন।
ম্যানচেস্টার সিটি উলভসের বিপক্ষে মাঠে আধিপত্য বজায় রেখেছে। বলের দখলে তারা ৫৯% অর্জন করে উলভসের ৪১% কে পিছনে রেখেছে। মোট শটে ম্যানসিটি ১৫টি নিয়েছে, যার মধ্যে ৪টি লক্ষ্যভেদী, অপরদিকে উলভস ৯টি শট নিয়েছে যার মধ্যে ৩টি লক্ষ্যভেদী হয়েছে। কর্নারে ম্যানসিটি ৬টি, উলভস ৪টি পেয়েছে। পাসের সাফল্যেও সিটি এগিয়েছে ৯১% বনাম উলভসের ৮৩%। উলভস ৪বার অফসাইডে ধরা পড়েছে, যেখানে ম্যানসিটি কোনোবারই নয়।
পুরো ম্যাচ জুড়ে সিটি ছিল দাপুটে। হালান্ডের ধারাবাহিক গোল, রেইজিন্ডার্সের অভিষেকের ঝলক ও চের্কির সৃজনশীলতা মিলে সিটির আক্রমণভাগকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। মৌসুমের শুরুতেই এমন জয় গার্দিওলার শিষ্যদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করলো।
টিকে/