ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ওল্ড ট্র্যাফোর্ডে রাত সাড়ে ৯টায় শুরু হবে খেলা। এর আগে সন্ধ্যা ৭টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি।
লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে নামবে পিএসজি। নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে নঁতের। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১টায়। অন্যদিকে লা লিগায় আজ মাঠে নামবে সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ।
নামে ভারি হলেও গেল কয়েক মৌসুমে সাফল্য নেই ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের। তবে নতুন মৌসুমে নতুন করে নিজেদের চেনাতে ব্যস্ত দুই ইংলিশ জায়ান্ট।
গেল তিন মৌসুমে লিগ রানার্সআপ গানার্সরা এবার শিরোপা খরা কাটাতে দলবদলে ব্যয় করেছে ২৭১ মিলিয়ন ডলার। ভিক্টর ইয়োকেরেশসহ ছয় নতুন ফুটবলারকে দলে টেনেছেন কোচ মিকেল আর্তেতা। যাদের অভিষেক হতে পারে আজ ওল্ড ট্র্যাফোর্ডে। তবে ইনজুরিতে খেলতে পারবেন না নওসার মাজরাওই ও লিসান্দ্রো মার্টিনেজ।
অন্যদিকে দুঃস্বপ্নের মতো কেটেছে ম্যান ইউর গত মৌসুম। ১৯৮৯-৯০ সালের পর সবচেয়ে বাজে অবস্থানে থেকে তারা শেষ করেছিল লিগ, জায়গা হয়েছিল ১৫ নম্বরে। তাই নতুন মৌসুমে দল গোছাতে অর্থ ব্যয়ে পিছিয়ে ছিল না রেড ডেভিলসরাও।
বেনইয়ামিন সেস্কোসহ চার নতুন ফুটবলারকে দলে ভিড়িয়েছেন নতুন কোচ রুবেন আমোরিম। তবে প্রাক-মৌসুমটা ভালো কাটেনি তাদের। আর সাম্প্রতিক পরিসংখ্যানও ম্যান ইউর পক্ষে নেই, শেষ ৫ ম্যাচে আর্সেনালের বিপক্ষে চারটিতেই হেরেছে, বাকি একটি ড্র।
লিগ ওয়ানে দুর্দান্ত এক মৌসুম শেষে আবারও মাঠের লড়াইয়ে ফিরেছে পিএসজি। সবশেষ টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে ফরাসি জায়ান্টরা। লুইস এনরিকের জাদুতে বদলে যাওয়া দল এবারও সাফল্য ধরে রাখতে চায়। তবে নঁতের মাঠে খেলায় বাড়তি সতর্ক পিএসজি। ভালো ফর্মে আছেন ওসমান দেম্বেলে, আশরাফ হাকিমিরা। দুই দলের শেষ পাঁচ লড়াইয়েই জয় পেয়েছে পিএসজি।
এমকে/টিকে