লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করলেও বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক সন্তুষ্ট নন দলের পারফরম্যান্সে। শনিবার মায়োর্কার মাঠে নয় জনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে মৌসুম শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
রাফিনিয়ার হেডে সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। এরপর ২৩তম মিনিটে ফেরান তরেসের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়।
তবে সেই গোল ঘিরে বিতর্ক ওঠে। মায়োর্কার ডিফেন্ডার আন্তোনিও রাইয়ো মাথায় আঘাত পেয়ে মাঠে পড়ে গেলে অনেকেই ভেবেছিলেন খেলা থেমে গেছে। কিন্তু রেফারি বাঁশি না বাজানোয় খেলা চলতে থাকে এবং গোল পায় বার্সা।
এর ১০ মিনিট পর মাত্র ছয় মিনিটের ব্যবধানে মায়োর্কার দুই খেলোয়াড় মানু মোরলানেস ও ভেদাত মুরিকি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ফলে পুরো দ্বিতীয়ার্ধ নয় জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
তবু বার্সেলোনা বড় ব্যবধানে জিততে পারেনি। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ৯৪তম মিনিটে তরুণ লামিন ইয়ামালের দুর্দান্ত শটে তৃতীয় গোল পায় কাতালানরা।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘আমি ম্যাচটা পছন্দ করিনি।
হ্যাঁ, তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি, কিন্তু দল ৫০-৬০ শতাংশ ক্ষমতা নিয়ে খেলেছে। নয় জনের বিপক্ষে এভাবে খেলা সম্ভব নয়। আরো দ্রুত, আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। উন্নতির জায়গা আছে।’
বিতর্কিত গোল প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমি খেলোয়াড়দের বলেছি, যতক্ষণ রেফারি বাঁশি না বাজান, খেলা চালিয়ে যেতে হবে।
সিদ্ধান্ত রেফারির হাতে, আমাদের মেনে নিতে হবে।’
এমকে/টিকে