নিজের সমালোচনা সহ্য করতে না পারায় আইপিএলের মাঝেই ইরফান পাঠানকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন হার্দিক পাণ্ডিয়া। এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছেন পাঠান।
সাক্ষাৎকারে পাঠান বলেছেন, ‘একজন ক্রিকেটারের সমালোচনা করার মধ্যে কোনো ভুল নেই। খেলাধুলা করলে এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকরকেও সমালোচনা সহ্য করতে হয়েছে। ওরা কখনো বোঝাতে চায়নি যে ক্রিকেটের চেয়ে ওরা বড়। আর হার্দিকের ক্ষেত্রে আমি কোনো খারাপ কথা বলিনি। আমি খারাপ কথা বলার বিরোধী।’
তিনি আরো যোগ করেন, ‘গঠনমূলক সমালোচনা করার মধ্যে কোনো ভুল নেই, তবে তা ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। যদি আমি আপনাকে ১৪টি ম্যাচের মধ্যে সাতটিতে সমালোচনা করি, তবে বলা যায় আমি যথেষ্ট ধৈর্য দেখিয়েছি। সমালোচনা করা ধারাভাষ্যকারের কাজের অংশ।
ভারতের সাবেক অলরাউন্ডার স্মরণ করিয়ে দিয়েছেন কীভাবে তিনি অতীতে হার্দিকের পাশে ছিলেন। ২০১২ সালে তিনি সানরাইজার্স হায়দরাবাদকে অনুরোধ করেছিলেন যাতে হার্দিককে দলে নেয়া হয়। পাঠান বলেন, ‘ভিভিএস লক্ষ্মণ পরে স্বীকার করেছিলেন যে আমার পরামর্শ না শুনে ভুল করেছিলেন। সেই সময় হার্দিককে দলে নেওয়া হতো, তবে আজ হয়তো হায়দরাবাদের হয়ে খেলতে দেখতাম।’
পাঠান নিশ্চিত করেছেন, ‘হার্দিকের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।দীপক হুদা, ক্রুণাল পাণ্ডিয়া বা হার্দিককে জিজ্ঞাসা করুন, কেউই বলতে পারবে না যে ইরফান বা ইউসুফ তাদের সাহায্য করেনি।’
ইএ/টিকে