ভারতীয় তরুণ অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার বরাবরই সাহসী ও ভিন্নধর্মী ফ্যাশন পরীক্ষার জন্য আলোচনায় থাকেন। আবারও তিনি নজর কাড়লেন এক নতুন ফটোশুটে। তবে এ বার তাঁর সাজে ছিল বাঙালি ছোঁয়া।
একটি লাল সুতি শাড়ি গায়ে জড়িয়ে প্রিয়া হাজির হয়েছেন একেবারে গ্রামীণ অথচ মার্জিত আবহে। কপালে বড় বাঙালি ঢঙের টিপ, হাতে সবুজ চুড়ি সাধারণ এই সাজেই ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। রাতের অন্ধকার পটভূমিতে উজ্জ্বল লাল শাড়ি যেন আরও ফুটিয়ে তুলেছে তাঁর রূপ, দিয়েছে এক কাঁচা অথচ গভীর আবেদন।
প্রিয়ার এই ফটোশুট আবারও প্রমাণ করল বিলাসী আভিজাত্যের ঝলক না থাকলেও, সরলতাতেই থাকতে পারে অনন্য আভিজাত্য। নানান সময়ে ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে তিনি দেখিয়েছেন নিজের বহুমুখী রূপ; আর তাই ফ্যাশনপ্রেমীদের আলোচনায় প্রতিবারই জায়গা করে নেন তিনি।
এমকে/টিকে