অতুলনীয় অ্যাকশন-মহাযজ্ঞ “AA22xA6” নিয়ে দর্শকদের প্রত্যাশা দিন দিন আকাশছোঁয়া হচ্ছে। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে ঘিরে তৈরি এই ছবির পরিচালক আতলি। এবার ছবিতে যুক্ত হলেন মহাভারতের রাজমাতা শিবগামীর চরিত্রে (বাহুবলী) অমর হয়ে থাকা অভিনেত্রী রম্যা কৃষ্ণন।
এটাই প্রথমবার তিনি একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও আতলির সঙ্গে। স্বাভাবিকভাবেই তার সংযোজন ছবির মহিমা আরও বাড়িয়েছে।
ইতিমধ্যে ছবির অভিনয়শিল্পী তালিকা তাক লাগানো দীপিকা পাড়ুকোন, ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানা ও জাহ্নবী কাপুর রয়েছেন এই প্রজেক্টে। বর্তমানে মুম্বাইয়ে চলছে শুটিং।
একেবারেই ভিন্ন এক সমান্তরাল মহাবিশ্বে তৈরি হচ্ছে কাহিনি, যা ভিএফএক্সনির্ভর ভিজ্যুয়াল গ্র্যান্ড স্পেক্টাকল হতে চলেছে। স্পাইরো রাজাটোস (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, সিভিল ওয়ার) নেতৃত্বে হলিউডের খ্যাতনামা স্টান্ট টিম ও লস অ্যাঞ্জেলসের শীর্ষ ভিএফএক্স স্টুডিওগুলো কাজ করছে এই সিনেমার জন্য।
পরিচালক আতলির দূরদর্শী ভিশন, পাওয়ার প্যাকড অভিনয়শিল্পী দল এবং সাই অভ্যঙ্করের সংগীত মিলিয়ে “AA22xA6” নিঃসন্দেহে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী ছবিগুলোর একটি হতে চলেছে। ২০২৬ সালের শেষ ভাগে মহাসমারোহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর রম্যা কৃষ্ণনের উপস্থিতি এই গ্লোবাল অ্যাকশন সাগাকে ঘিরে কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিল।
এমকে/টিকে