উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে : এনডিএফ

চিকিৎসকদের দেওয়া স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ ব্যবহারের প্রক্রিয়াকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা বলে মন্তব্য করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সংগঠনের শীর্ষ নেতারা বলেছেন, তার এই মন্তব্য চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও পেশাদারিত্বকে অস্বীকার করার শামিল, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে।
রোববার (১৭ আগস্ট) এনডিএফ-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এসব কথা বলেন।

এনডিএফ নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের পেশাগত সততা ও দায়িত্ববোধ নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একজন সরকারি উপদেষ্টার কাছ থেকে চিকিৎসকদের অবমাননা অত্যন্ত দুঃখজনক।

নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করছেন। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত বেডের স্বল্পতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং কম বেতন-ভাতার মধ্যেও চিকিৎসকরা নিরলসভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। এই বাস্তবতা উপেক্ষ্যে করে আইন উপদেষ্টার মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনডিএফ মনে করে, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে চিকিৎসকরা যেভাবে স্বেচ্ছাসেবামূলকভাবে পাশে দাঁড়িয়েছিলেন, সেটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। শুধু তাই নয়, কোভিড-১৯ মহামারি, ডেঙ্গু ও নানা প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, কেউ কেউ প্রাণও হারিয়েছেন। এই আত্মত্যাগকে অবজ্ঞা করা সমগ্র স্বাস্থ্যখাতকে অস্বীকার করার শামিল।

সংগঠনের নেতারা আরও বলেন, যেখানে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিক সম্প্রতি দেশে সফলভাবে ওপেন হার্ট বাইপাস সার্জারি করিয়েছেন এবং দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রেখেছেন, সেখানে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা চিকিৎসকদের অযাচিত সমালোচনা করে জনগণকে ভুল বার্তা দিচ্ছেন। এতে রোগীরা আতঙ্কিত হয়ে বিদেশে চিকিৎসার প্রতি ঝুঁকতে পারেন, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি করবে।

তাদের মতে, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। তবে সমালোচনা হতে হবে বস্তুনিষ্ঠ ও সম্মানজনক। চিকিৎসক সমাজের প্রতি অবমাননাকর মন্তব্য করা মানে শুধু ডাক্তারদের মর্যাদা ক্ষুণ্ন করা নয়, বরং জনগণের স্বাস্থ্য অধিকারকে অবমূল্যায়ন করা।

বিবৃতিতে এনডিএফ তিনটি দাবি উঠে এসেছে। সেগুলো হলো- ড. আসিফ নজরুলকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

দেশের জনগণের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং চিকিৎসক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নেতারা স্পষ্ট ভাষায় জানান, চিকিৎসকদের সম্মান ও অধিকার রক্ষায় তারা প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনে যেতে প্রস্তুত। একই সঙ্গে তারা আশ্বাস দেন, এনডিএফ চিকিৎসক এবং চিকিৎসাসেবার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং রোগী তথা দেশের জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বৈরাচারের পুনর্জাগরণকে প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান Aug 17, 2025
img
জন্মাষ্টমীতে পূজা করে ফের ট্রলের শিকার নুসরাত জাহান Aug 17, 2025
মালিবাগে অগ্নিকাণ্ড; যা জানালো প্রত্যক্ষদর্শীরা Aug 17, 2025
চীনের সহায়তায় ইরানের প্রতিরক্ষা জাগরণ, উদ্বেগে ইসরাইল Aug 17, 2025
পদ টিকিয়ে রাখতে স্ত্রীকে গার্লফ্রেন্ড পরিচয় দিতেন ছাত্রদল নেতা Aug 17, 2025
img
নিধি আগারওয়ালের জন্মদিনে 'দ্য রাজা সাব' টিমের উষ্ণ শুভেচ্ছা Aug 17, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে হারল বাংলাদেশ Aug 17, 2025
img
মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে : বাঁধন Aug 17, 2025
img
৩ ফরম্যাটে এক অধিনায়ক নীতিতে ফিরছে টিম ইন্ডিয়া! Aug 17, 2025
img
শিবাকার্থিকেয়ানের মতে ইয়াশ হবে রাবণ চরিত্রের জন্য একদম উপযুক্ত Aug 17, 2025
img
দল ঘোষণা করল বিসিবি, নেই সোহান-বিজয় Aug 17, 2025
img
সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে 'পরম সুন্দরী' টিম Aug 17, 2025
img
কনসার্ট বাতিলে আর্টসেলের কাছে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি Aug 17, 2025
img
আল্লু অর্জুন নাকি রণবীর কাপুর! কে থাকবে ‘ডিস্কো ড্যান্সার ২’ তে Aug 17, 2025
img
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত অন্তত ৩ Aug 17, 2025
img
ক্ষমতা পালাবদলের সঠিক পদ্ধতি আমরা ৫৪ বছরেও পাইনি : শিবির সেক্রেটারি Aug 17, 2025
img
পাওয়ান কল্যাণের বিপরীতে ‘ওজি’-তে প্রিয়াঙ্কা আরুল মোহন Aug 17, 2025
img
অভিনয় নয়, এবার প্রযোজক রূপে অজয় দেবগন Aug 17, 2025
img
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার Aug 17, 2025
img
রিজার্ভের পরিমাণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক Aug 17, 2025