মেঘালয়ে গণপিটুনিতে নিহত বাংলাদেশির মরদেহ ১১ দিন পর হস্তান্তর

মেঘালয়ে গণপিটুনিতে নিহত শেরপুরের যুবক আকরাম হোসেনের (৩০) মরদেহ ১১ দিন পর হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মধ্যনগর এলাকার বান্দ্রা হাজংপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করেন নিহতের ভাই শেখ ফরিদ ও স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া। এ সময় বিএসএফ, বিজিবি, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানসহ দুই দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার খনজয় কৈথাকোণা গ্রামের একটি বনাঞ্চলে স্থানীয়দের গণপিটুনিতে মারা যান আকরাম হোসেন। স্থানীয়রা তাকে আটক করে গুরুতর আহত অবস্থায় ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়। পরে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকরাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। পরিবার জানায়, তিনি প্রায় আট বছর আগে বিয়ে করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বরিশাল শহরের রুপাতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আকরামের দুই ছেলে এবং এক বছরের একটি কন্যা রয়েছে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

পরিবারের দাবি, ৬ আগস্ট বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আকরাম।

আকরামের স্ত্রী বন্যা গমাধ্যমকে বলেন, ৮ আগস্ট সকালে ফোন দিয়ে আকরাম বলেছিল সমস্যা নেই, টেনশন করো না। ৯ আগস্ট সকাল ৯টার দিকে আবার কল দিয়ে জানায় সে ঝামেলায় আছে, ঝামেলা মিটে গেলে আবার কথা বলবে। প্রায় ৫০ সেকেন্ড কথা হয়েছিল, এরপর আর খোঁজ মেলেনি।

তিনি আরও বলেন, আমার বড় ছেলের বয়স ৭ বছর, মেজো ছেলের ৪ বছর এবং আর ছোট মেয়ের বয়স মাত্র ১ বছর। এখন এদের দেখবে কে? স্বামীর নামে কিছু মামলা আছে, কিন্তু সেগুলো বিয়ের আগের। বিয়ের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিল, একজন গাড়িচালক ছাড়া সে আর কিছু নয়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই, সীমান্তসূত্র ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৯ আগস্ট (শনিবার) গভীর রাতে আকরামসহ আটজন বাংলাদেশি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে মেঘালয়ে প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রোংদাংগাই গ্রামে গিয়ে এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা ও বাড়িঘরে হামলা চালান। ওই ঘটনায় স্থানীয়রা পাঁচ বাংলাদেশিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন- জামালপুরের মারুফুর রহমান (৩২), জামালপুর সদর উপজেলার জাহাঙ্গীর আলম (২৫), নারায়ণগঞ্জের সায়েম হোসেন (৩০), কুমিল্লার মেহফুজ রহমান (৩৫) ও সুনামগঞ্জের মোবারক হোসেন (৩২)। তাদের কাছ থেকে একটি রিভলভার, তিনটি ওয়্যারলেস সেট, একটি ম্যাগাজিন ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ বুঝে পাই। পরে নেত্রকোণায় ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে শেরপুরের পথে রওনা দিয়েছি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে, কয়েকদিন খোলা অবস্থায় থাকায় পাশে দাঁড়ানোই কষ্টকর।

নেত্রকোণা কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ৬ আগস্ট আকরাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ১১ আগস্ট ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি তিনি ভারতে গণপিটুনির শিকার হয়েছেন। এরপর বিজিবি ও পুলিশের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ ফেরতের আবেদন জানানো হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ বিএসএফ মরদেহ হস্তান্তর করেছে।

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করবে না: স্বরাষ্ট্র উপদষ্টো Aug 18, 2025
img
কিছু মানুষের ‍লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে: প্রধান উপদেষ্টা Aug 18, 2025
img
পিআর ছাড়া গতিশীল হবে না সংসদ: খেলাফত মজলিস Aug 18, 2025
img
বাবর-রিজওয়ানকে অবসর নেয়ার আহ্বান পাকিস্তানের সাবেক ক্রিকেটারের Aug 18, 2025
img
জনগণ এখন ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে : প্রেস উইং Aug 18, 2025
img
ইউনাইটেডকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনালের Aug 18, 2025
img
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি দল ষড়যন্ত্রে নেমেছে : সাবেক এমপি হাবিব Aug 18, 2025
img
ঢাকায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু Aug 18, 2025
img
লিঙ্গ বদলের পর বিতর্কে ক্রিকেটার অনয়া বাঙ্গার, এবার যাচ্ছেন ‘বিগ বস’-এ Aug 18, 2025
img
‘এমন নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি’ Aug 18, 2025
img
যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি Aug 18, 2025
img
নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ Aug 17, 2025
img
উপদেষ্টা ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন Aug 17, 2025
প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন এবং একটি নিরাপদ “সেফ এক্সিট” খুঁজছেন : শওকত মাহমুদ Aug 17, 2025
মহাকাশে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটের যাত্রা শুরু Aug 17, 2025
ভারতের মাথায় আটকে গেলো সেই ৫০ শতাংশ মার্কিন শুল্ক Aug 17, 2025
দুই দিনের বন্যায় পাকিস্তানে নিহত ৩৫১ জন Aug 17, 2025
img
বিশ্বজুড়ে ঝড় তুলেও প্রত্যাশা পূরণে হোঁচট খেলো কুলি Aug 17, 2025
img
মির্জাপুর সিনেমায় নতুন চমক, কাস্টে জিতেন্দ্র কুমার ও রবি কিশান Aug 17, 2025
img
প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শ্রুতি-আরাত্রিকা, নায়ক হবে কে? Aug 17, 2025