বিরতি শেষে ফের ছোট পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। তবে দর্শকমহলে দু’জনেরই জনপ্রিয়তা থাকলেও একসঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করবেন তাঁরা। পর্দায় তাঁদের চরিত্রের নাম ‘নিশা’ ও ‘উজি’। সম্পর্কে দুই বোন হলেও তাঁদের চিন্তাধারা, মতাদর্শ সবই আলাদা। এই নিয়ে বেশ দ্বন্দ্বও রয়েছে দু’জনের। তবে পর্দায় দু’জনের দ্বন্দ্ব থাকলেও বাস্তবে ইতিমধ্যেই তাঁদের মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে। ছুটিও কাটাচ্ছেন নতুন দুই বন্ধু। স্নেহের বাঁধনে বয়সে ছোট আরাত্রিকাকে আগলেও রাখছেন শ্রুতি। কিন্তু দুই নায়িকার নতুন ধারাবাহিকে ফেরার কথা শোনা গেলেও সেই ধারাবাহিকে নায়ক কে হবেন তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। কে হচ্ছেন নতুন এই ধারাবাহিকের নায়ক?
গুঞ্জন শ্রুতি ও আরাত্রিকার নতুন এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে মুখ্য চরিত্রে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে। এছাড়াও শোনা যাচ্ছে যে, এই ধারাবাহিকে আরও একজন নায়ককে দেখা যাবে। যদিও সেবিষয়েও কিছু জানা যায়নি এখনও ধারাবাহিকের টিমের তরফে।
উল্লেখ্য, দুই অভিনেত্রীই শেষ ধারাবাহিকের পর কাজ করে ফেলেছেন তাবড় পরিচালকদের সঙ্গে। কিছু মাস আগেই আরাত্রিকা শেষ করেছেন তাঁর শেষ ধারাবাহিক ‘মিঠিঝোরা’। এই ধারাবাহিক শেষ করার পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্যদিকে শ্রুতি বছরখানেক আগে শেষ করেছেন ‘রাঙা বউ’ ধারাবাহিক। এখন দুই পছন্দের অভিনেত্রীকে একসঙ্গে ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
এসএন