বাজে হারে মাঠেই কাঁদলেন নেইমার, বরখাস্ত হলেন কোচ

ব্রাজিলের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি সান্তোস। এই ক্লাবের হয়ে খেলেছেন 'সর্বকালের সেরা' হিসেবে পরিচিত পেলে। নেইমার-রদ্রিগোদের উত্থানও এই ক্লাবেই। গত কয়েক বছর ধরে ভুগছে সান্তোস। মাঝে একবার তো শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে যেতেও হয়েছিল। কিন্তু গত জানুয়ারিতে নেইমার ফেরার পর আশায় বুক বেঁধেছিল সমর্থকরা। আর শৈশবের ক্লাবটির হয়েই ক্যারিয়ারের সবচেয়ে বড় হারের মুখ দেখলেন এই সুপারস্টার, সেটাও আবার রেলিগেশন অঞ্চলে ঘোরাফেরা করা ক্লাবের কাছে!

গতকাল (১৭ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সিরি আ'য় মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা সান্তোস ও ভাস্কো দা গামা। ম্যাচটা সান্তোস হেরে গেছে ৬-০ গোলে। নেইমারের এক সময়ের জাতীয় দলের সতীর্থ কৌতিনিয়ো জোড়া গোল করে দা গামার জয়ে বড় অবদান রেখেছেন। ম্যাচে নেইমার মোটামুটি ভালো খেলেও দলের বড় হার ঠেকাতে পারেননি।

জাতীয় দল বা ক্লাব পর্যায়ে এটিই নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিল হেরে গেলেও ইনজুরির কারণে সেই ম্যাচে দলে ছিলেন না নেইমার।



সান্তোসের এমন লজ্জাজনক হার মেনে নিতে পারেননি নেইমার। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে।

এই ম্যাচের আগে ভাস্কো দা গামা রেলিগেশন জোনে অবস্থান করছিল। সান্তোসকে হারিয়ে ১৮ ম্যাচ শেষে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে। রেলিগেশনে থাকা ভিতোরিয়ার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে। আর নেইমারের দল এক ম্যাচ বেশি খেলে রেলিগেশন জোনের থেকে মাত্র ২ পয়েন্ট ওপরে অবস্থান করছে।

নেইমারদের এমন লজ্জাজনক হারের পরপরই চাকরি হারিয়েছেন কোচ ক্লেবার জেভিয়ের। দা গামার কাছে ৬-০ গোলে হারের ঘণ্টা না পেরোতেই এই কোচকে বরখাস্ত করেছে সান্তোস।

এই ৬১ বছর বয়সী গত এপ্রিলে সান্তোসের প্রধান কোচ হন। এর আগে তিনি পালমেইরাস ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, 'সান্তোস ফুটবল ক্লাব কোচ ক্লেবার জেভিয়েরের বিদায় ঘোষণা করছে। ক্লাব তার সেবার জন্য কৃতজ্ঞ এবং তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে।'

গত নভেম্বরে সিরি আ'য় প্রমোশন পাওয়া সান্তোস কোচ জেভিয়েরের বিদায়ে নতুন করে বিপদে পড়ল। এক মৌসুম আগে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো সিরি আ' থেকে অবনমিত হয়ে গিয়েছিল।

গত জানুয়ারিতে আল হিলাল থেকে সান্তোসে ফেরা নেইমার দলের এমন লজ্জাজনক হারে ভীষণ লজ্জিত। দা গামার কাছে পরাজয়ের পর দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যমকে এই ৩৩ বছর বয়সী বলেন, 'আমরা মাঠে যে মানসিকতা নিয়ে খেলেছি, সেটা ব্যাখ্যা করতে হবে। এক কথায় বলতে গেলে, এটা ভয়ঙ্কর ছিল।'

তিনি আরও বলেন, 'সান্তোসের জার্সি গায়ে এভাবে খেলা সত্যিই লজ্জার। আমি মনে করি, আজ প্রত্যেকেরই বাড়ি গিয়ে মাথা বালিশে রেখে ভাবা উচিত, তারা আসলে কী করতে চায়। কারণ আজকের মতো মানসিকতা নিয়ে যদি মাঠে নামতে হয়, তাহলে আমি মনে করি আমাদের বুধবার মাঠে নামারই দরকার নেই।'

আগামী ২৪ আগস্ট সান্তোস চতুর্থ স্থানে থাকা বাহিয়ার বিপক্ষে খেলতে নামবে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
‘ক্যাপ্টেন কোটা’ ব্যবহার করে গিলকে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান Aug 18, 2025
img
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসিতে আইআরআই Aug 18, 2025
img
ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া Aug 18, 2025
img
পর্তুগালে হতে পারে রোনালদো ও জর্জিনার বিয়ে Aug 18, 2025
যে পাপীদের প্রশংসা করা হয়েছে | ইসলামিক জ্ঞান Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি Aug 18, 2025
লোয়াড়দের লক্ষ্যবস্তু করে ৪০০ কোটি টাকার প্রস্তাব! Aug 18, 2025
যে কারনে শিবিরের প্যানেলে জুলাই কন্যা Aug 18, 2025
img
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব Aug 18, 2025
img
পরিচালনায় ফিরছেন করণ জোহর! Aug 18, 2025
img
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি Aug 18, 2025
img
বিশেষ ব্যাট দিয়ে পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড Aug 18, 2025
img
এবার উড্ডয়নের পরপরই বোয়িং বিমানের ইঞ্জিনে আগুন Aug 18, 2025
img
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদিকে পুতিনের ফোন! Aug 18, 2025
img
রায় শুনেই মাদক মামলার আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু Aug 18, 2025
img
অস্কার জয়ী ইন্যারিটুর প্রজেক্টে কেন কাজ করেননি ফাহাদ ফাসিল Aug 18, 2025
img
পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো Aug 18, 2025
img
জার্মানির বিরুদ্ধে এশিয়ায় অস্থিরতা ‘উসকানোর’ অভিযোগ চীনের Aug 18, 2025
img
নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন রবি তেজা Aug 18, 2025
img
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে লড়বেন বাকের-কাদের Aug 18, 2025