কারিশমার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটি টাকার বিরোধ আদালতে পৌঁছেছে!

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার রেখে যাওয়া প্রায় ৩০ হাজার কোটি টাকার সাম্রাজ্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল অশান্তি। পারিবারিক এই দ্বন্দ্ব এখন পৌঁছে গেছে আদালতের দরজায়।

সম্পত্তির ভাগ পেতে লড়াইয়ে নাম জড়িয়েছে কারিশমা কাপুর, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর, বোন মন্ধিরা কাপুর এবং ৮০ বছর বয়সী মা রানি কাপুর। প্রয়াত এই শিল্পপতির মা প্রকাশ্যে এই বিরোধকে তুলনা করেছেন ‘দুঃস্বপ্ন’-এর সঙ্গে।

গত ১২ জুন লন্ডনে এক পোলো ম্যাচ চলাকালীন আচমকাই মারা যান সঞ্জয়। ব্যবসায়ী সুহেল সেঠ দাবি করেন, খেলার সময় মৌমাছি গিলে ফেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

কোম্পানি সোনা কমস্টার-এর পক্ষ থেকেও হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হলেও বিস্তারিত জানানো হয়নি।

তবে রানি কাপুরের দাবি, ছেলের মৃত্যু রহস্যজনক। ইতিমধ্যেই তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন।



সঞ্জয়ের মা রানি কাপুরের অভিযোগ, তাকে চাপ দিয়ে একাধিক নথিতে সই করানো হয়েছে। পাশাপাশি আর্থিক দিক থেকেও তাকে কোণঠাসা করা হচ্ছে। তার ভাষায়- আমরা যে কোম্পানি দাঁড় করিয়েছিলাম, এখন বলা হচ্ছে সেখানে আমার আর কোনও ভূমিকা নেই।

অন্যদিকে, সোনা কমস্টারের দাবি- ২০১৯ সাল থেকেই রানি কাপুরের কোনও দায়দায়িত্ব নেই বরং মিথ্যা অভিযোগ আনার জন্য তার বিরুদ্ধেই আইনি নোটিস পাঠানো হয়েছে।

এ নিয়ে সঞ্জয়ের বোন মন্ধিরা ক্ষোভ প্রকাশ করে বলেন- “আমার মায়ের বয়স ৮০। তাকে জানানো হচ্ছে, তিনি আর এই কোম্পানির অংশ নন-  এটা নির্মম। বাবা-মা মিলে সাম্রাজ্য গড়েছিলেন, অথচ এখন আমাদের উত্তরাধিকার নয় বলা হচ্ছে।”

এমন পরিস্থিতিতে সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেব প্রস্তাব দেন, রানি যেন তাদের দিল্লির বাড়িতে এসে থাকেন। কিন্তু মন্ধিরার মতে, সেটা এখন সম্ভব নয়। কারণ হিসেবে ব্যাখ্যা করেন, “বাবার মৃত্যুর পর ওই বাড়িই ছিল মায়ের একমাত্র ভরসা। এখন ছেলেকেও হারালেন। মানসিকভাবে তিনি এখনও প্রস্তুত নন সেখানে থাকার জন্য।”

সঞ্জয় কাপুরের ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। প্রথম বিয়ে করেছেন ১৯৯৬ সালে। ডিজাইনার নন্দিতা মহতানির সঙ্গে, টিকে ছিল ৪ বছর। দ্বিতীয় বিয়ে করেন ২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুরকে। সেই সংসারে দুই সন্তান- সামায়রা (১৯) ও কিয়ান (১৩)। এই জুটির ডিভোর্স হয় ২০১৬ সালে। তৃতীয় বিয়ে করেন ২০১৭ সালে প্রিয়া সচদেবের সঙ্গে। সেই সংসারে রয়েছে এক পুত্রসন্তান- আজারিয়াস।

বর্তমান সময়ে ভারতের শিল্প জগতে সোনা কমস্টার এক বিশাল নাম। অথচ প্রতিষ্ঠাতার পরিবার এখন ছিন্নভিন্ন। রহস্যমৃত্যুর অভিযোগ, আইনি নোটিস আর সম্পত্তি দখলের লড়াই মিলিয়ে এই কাহিনি যেন কোনও কর্পোরেট থ্রিলারকেও হার মানিয়েছে।

সঞ্জয়ের ৩০ হাজার কোটির বিশাল এই সাম্রাজের ভাগ শেষ পর্যন্ত কে পায়, সেটা জানতে তাকিয়ে থাকতে হবে আদালতের দিকেই। 

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া Aug 18, 2025
img
পর্তুগালে হতে পারে রোনালদো ও জর্জিনার বিয়ে Aug 18, 2025
যে পাপীদের প্রশংসা করা হয়েছে | ইসলামিক জ্ঞান Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি Aug 18, 2025
লোয়াড়দের লক্ষ্যবস্তু করে ৪০০ কোটি টাকার প্রস্তাব! Aug 18, 2025
যে কারনে শিবিরের প্যানেলে জুলাই কন্যা Aug 18, 2025
img
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব Aug 18, 2025
img
পরিচালনায় ফিরছেন করণ জোহর! Aug 18, 2025
img
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি Aug 18, 2025
img
বিশেষ ব্যাট দিয়ে পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড Aug 18, 2025
img
এবার উড্ডয়নের পরপরই বোয়িং বিমানের ইঞ্জিনে আগুন Aug 18, 2025
img
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদিকে পুতিনের ফোন! Aug 18, 2025
img
রায় শুনেই মাদক মামলার আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু Aug 18, 2025
img
অস্কার জয়ী ইন্যারিটুর প্রজেক্টে কেন কাজ করেননি ফাহাদ ফাসিল Aug 18, 2025
img
পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো Aug 18, 2025
img
জার্মানির বিরুদ্ধে এশিয়ায় অস্থিরতা ‘উসকানোর’ অভিযোগ চীনের Aug 18, 2025
img
নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন রবি তেজা Aug 18, 2025
img
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে লড়বেন বাকের-কাদের Aug 18, 2025
img
বেসিক ব্যাংকের ৭৬ কোটি টাকা আত্মসাতে চার্জশিট Aug 18, 2025
img
সব উপজেলা হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ হাইকোর্টের Aug 18, 2025