রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় তুষার (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তুষার।
এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে। পালিয়ে গিয়ে তুষার কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তুষার সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান বলেন, ‘আমরা জানতে পারি এক ব্যক্তি পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরছিল। স্থানীয়রা আটক করে তাকে থানা পুলিশের সদস্যদের হাতে তুলে দেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তুষারকে আসামি করে কালুখালী থানায় একটি মামলা করেছে।’
কেএন/এসএন