এবার উড্ডয়নের পরপরই বোয়িং বিমানের ইঞ্জিনে আগুন

গ্রিসের করফু থেকে শনিবার রাতে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৫৭-৩০০ বিমানে থাকা প্রায় ৩০০ আরোহী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। জার্মান স্বল্পমূল্যের বিমান সংস্থা কনডর পরিচালিত এ বিমানের ডান দিকের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিমানটিতে ২৭৩ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। দুশেলডরফগামী এ ফ্লাইটটি এক ঘণ্টার মধ্যে ইতালির ব্রিন্দিসি শহরে জরুরি অবতরণ করে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডান পাশের ফিউজলাজ থেকে আতশবাজির মতো ঝলক বের হচ্ছে, যা পুরো ১৫ সেকেন্ড ধরে চলতে থাকে। আরেকটি ভিডিওতে দেখা যায় বিমানটি সম্ভবত এক ঝাঁক পাখির মধ্য দিয়ে উড়ে যাচ্ছে। বিমানবিষয়ক সংবাদমাধ্যম এফএল৩৬০এয়ারো জানায়, সন্দেহ করা হচ্ছে, পাখির আঘাতের কারণেই ইঞ্জিন বিকল হয়ে যায়।

এনডিটিভি ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অনুযায়ী, ফ্লাইট ডিই৩৬৬৫ স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১৯ মিনিটে করফুর ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস বিমানবন্দর থেকে উড্ডয়ন করার ৪৩ মিনিট পরই ব্রিন্দিসির কাসালে বিমানবন্দরে অবতরণ করে।

সংবাদমাধ্যমগুলো জানায়, ইঞ্জিনে আগুন ধরার পর পাইলট প্রথমে করফুতে ফেরার চেষ্টা করেছিলেন। পরে এক ইঞ্জিন চালু রেখে ব্রিন্দিসিতে নামানোর সিদ্ধান্ত নেন।

কনডর যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। ব্রিন্দিসি শহরে পর্যাপ্ত হোটেল না থাকায় যাত্রীদের রাতটি বিমানবন্দরে কাটাতে হয়। পরের দিন তাদের দুশেলডরফে পাঠানো হয়।
বোয়িং ৭৫৭ মডেলটিকে প্রায় পাঁচ দশক ধরে ব্যবহৃত প্রাচীন যাত্রীবাহী বিমানগুলোর একটি বলা হয়, যার ডাকনাম ‘আতারি ফেরারি’। তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়।

এর আগেও একাধিকবার উড়ন্ত অবস্থায় বোয়িং বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনসের একটি লস অ্যাঞ্জেলেস-আটলান্টা ফ্লাইটে একই ধরনের দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া চলতি বছরের ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এয়ার ইন্ডিয়ার একটি লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৭২ জনের মধ্যে একজন ছাড়া সবাই নিহত হন। মাটিতেও প্রাণ হারান আরো ১৯ জন। দুর্ঘটনার তদন্ত এখনো চলছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
থাইল্যান্ডের দুই চিকিৎসকের সেবা প্রদানে বিএমডিসির নিষেধাজ্ঞা আরোপ Aug 18, 2025
img
মিডিয়াকে বিশ্বাস করা বোকামি : সারজিস আলম Aug 18, 2025
img
বাবরের দলে ফেরার জন্য যে জায়গাগুলোতে মনোযোগ দিতে বললেন কোচ Aug 18, 2025
img
ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে গেলে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না Aug 18, 2025
img
তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত সেক্রেটারি Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে ‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের Aug 18, 2025
স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন উমামা ফাতেমা Aug 18, 2025
ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার পরামর্শ ট্রাম্পের Aug 18, 2025
'আমাদের সন্তানরা ফিরে না আসা পর্যন্ত দাবি চালিয়ে যাব' Aug 18, 2025
img
শুটিং সেটে মা-বোন তুলে গালি দিতেন ফারাহ : আমিশা Aug 18, 2025
img
ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতে শুরু করেছেন ইউরোপীয় নেতারা Aug 18, 2025
img
রাশিয়াকে শান্তিতে বাধ্য করার শক্তি আছে ট্রাম্পের: জেলেনস্কি Aug 18, 2025
img
নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস Aug 18, 2025
img
৩৫ বলে সেঞ্চুরি করা সূর্যবংশীকে এশিয়া কাপ দলে নেওয়ার পক্ষে ভারতের সাবেক অধিনায়ক Aug 18, 2025
img
সিদ্ধার্থ-জাহ্নবীর প্রেমের উত্তাপ ছড়াতে এলো ‘সুন মেরে ইয়ার ভে’ Aug 18, 2025
নামাজ শারীরিকভাবে যেভাবে ফিট রাখে | ইসলামিক জ্ঞান Aug 18, 2025
জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোট ১১ হাজার ৯১৯ Aug 18, 2025
img
শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব হলেন রেহানা পারভীন Aug 18, 2025
img
এবার ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফর, নয়াদিল্লি-বেইজিং সম্পর্কে নতুন মোড় Aug 18, 2025
img
ফোনেই বিশ্বকূটনীতিতে ব্যস্ত রুশ প্রেসিডেন্ট পুতিন Aug 18, 2025