বলিউডের তারকারা প্রায়ই অনেক ব্লকবাস্টার ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে সেই ছবিগুলো বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করলে অনেককেই আফসোস করতে দেখা যায়। বলিউড অভিনেতা গোবিন্দর ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। তিনি একটি ব্লকবাস্টার ছবি ফিরিয়ে দিয়েছিলেন, যা পরে অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম সফল ছবিতে পরিণত হয়।
গোবিন্দ তার ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন। কমেডি থেকে অ্যাকশন, রোমান্টিক থেকে সিরিয়াস— সব ধরনের চরিত্রেই তিনি তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু খুব কম লোকই জানেন যে গোবিন্দা সুভাষ ঘাই পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘তাল’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাল’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খান্না। এছাড়াও ছিলেন অলক নাথসহ আরো অনেকে। ছবিটি মুক্তির পর শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, এর গানগুলোও রাতারাতি জনপ্রিয়তা লাভ করে, যা আজও সমানভাবে জনপ্রিয়।
আইএমডিবি-এর তথ্যানুসারে, সুভাষ ঘাই প্রথমে অনিল কাপুরের চরিত্রটির জন্য আমির খানকে প্রস্তাব দেন। কিন্তু আমির ছবিটির চিত্রনাট্য পছন্দ করেননি। এরপর সেই প্রস্তাব যায় গোবিন্দার কাছে। কিন্তু তখন গোবিন্দা ‘হাসিনা মান জায়েগি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত চরিত্রটি অনিল কাপুরের কাছে যায় এবং তিনি এতে অভিনয় করতে রাজি হন।
প্রসঙ্গত, ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘তাল’ ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি টাকা আয় করে বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে গণ্য হয়। গোবিন্দর প্রত্যাখ্যান করা সেই ছবিটি যে অনিল কাপুরের জন্য কতটা লাভজনক ছিল, তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়।
এফপি/ টিএ