সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে অনেকেই বলছেন, সংশয় প্রকাশ করছেন। আমি মনে করি, ড. মুহাম্মদ ইউনূস সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবেন না অথবা তার অধীনে কোনো নির্বাচন হবে না। আমি চাই না আমার কথা সত্য হোক। আমি চাই, আমার কথার উল্টোটা হোক।’
মঙ্গলবার (১৯ আগস্ট) তার ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতগুলো নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া সেই নির্বাচন কি আন্তর্জাতিক মানের হয়েছে? যদি হয়ে থাকে এবারও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে সেগুলো আন্তর্জাতিক মানের হিসেবে আমরা ধরে নিতে পারি। কিন্তু সেটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এখন থেকে জোরেশোরে প্রশ্নটি উঠতে শুরু করেছে।’
পান্না বলেন বলেন, ‘প্রধান উপদেষ্টা বলি আর অন্যান্য উপদেষ্টার কথা বলি সবার কথার মাঝখানে অনেক ধরনের ফাঁক।
সংস্কার এবং দৃশ্যমান বিচার হোক আর না হোক আইন- শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর অবনতি ঘটুক নির্বাচন হবে। এমন কথা কেন এখন পর্যন্ত কারো মুখ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে না।
একেক সময় একেক ধরনের কথা বলা হচ্ছে সেখান থেকেই সন্দেহের দানা বাঁধছে।’
নির্বাচনের মুলা ঝুলিয়ে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সম্পর্কে সব সময় একটি মন্তব্য করি এই দলটি বারবার ফাঁদে পা দিচ্ছে।
পিএ/টিকে