বলিউডের অভিনেত্রী ঈশা গুপ্তা আবারও কমেডির জগতে ফিরছেন। ইন্দ্র কুমারের পরিচালনায় ‘ধামাল ৪’ ছবিতে তিনি সুপারস্টার অজয় দেবগণের সঙ্গে একসাথে কাজ করবেন। ছবিটির শুটিং এই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা। ঈশা গুপ্তা এই শুটিংয়ে মূল অভিনয়দলের সঙ্গে যোগ দেবেন।
ছবিতে থাকছেন রিতেশ দেশমুখ, অর্জাদ ওয়ারসি, জাভেদ জাফেরি, রবি কিশান এবং সঞ্জয় মিশ্র। এই ensemble দর্শকদের জন্য যে ধরনের হাসি-ঠাট্টা এবং অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করে থাকে, তার ধারাবাহিকতা এবারও থাকবে। পূর্বের ‘ধামাল ৩’ ছবিতে ছোট চরিত্রে দেখা যাওয়া ঈশা এবার বড় এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। তার চরিত্রে থাকবে একসময়ে গ্ল্যামার, বুদ্ধিমত্তা এবং চটপটে আচরণের সংমিশ্রণ।
সূত্র বলছে, ঈশার চরিত্র শুধুই গ্ল্যামারের জন্য নয়, এটি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হবে। বিশেষ করে অজয় দেবগণের সঙ্গে তার সম্পর্ক ও পারস্পরিক কথোপকথন দর্শকদের জন্য নতুন মোড় এবং কমেডির রসালো মুহূর্ত সৃষ্টি করবে।
ঈশা গুপ্তা সম্প্রতি ‘ব্রাউন আইজেস ওয়ালি’ এবং ‘ইশক মেরা’ মতো মিউজিক ভিডিওতে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এবার ‘ধামাল ৪’-এর মাধ্যমে চলচ্চিত্রে ফেরার মাধ্যমে তিনি ছবিটিতে নতুন উত্তেজনা এবং দর্শকদের আকর্ষণ যোগ করবেন।
এফপি/ টিএ