টলিউডে নতুন জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পরিচালক জিৎ চক্রবর্তীর আসন্ন ছবি, যা তৈরি হচ্ছে এক বাস্তব শিশু নির্যাতন কাণ্ড অবলম্বনে। পরিচালক নিজেই এই ছবির প্রযোজনা করছেন, যা তাঁর প্রথম প্রযোজনা হিসেবে চিহ্নিত। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে, তবে তাঁর বিপরীতে কে থাকবেন, তা নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে।
ছোটপর্দায় সম্প্রতি ফেরা জনপ্রিয় জুটি বিক্রম-ঐন্দ্রিলা কি এবার বড়পর্দায়ও কামব্যাক করবে, তা নিয়ে দর্শক ও সংবাদমাধ্যমে চরম আগ্রহ দেখা দিয়েছে। অন্যদিকে প্রযোজনা সূত্রে বলা হয়েছে, বিক্রমের বিপরীতে তিনজন সম্ভাব্য নায়িকা রয়েছেন- ইশা সাহা, ঐন্দ্রিলা সেন এবং দর্শনা বণিক।
ইশা সাহাকে বেছে নিলে ছবিতে থাকবে বক্স অফিসে নির্ভরযোগ্য মুখ এবং ন্যাচারাল অভিনয়ের সম্ভাবনা, যা থ্রিলার ধাঁচের জন্য সুবিধাজনক। ঐন্দ্রিলা সেন ছোটপর্দার প্রিয় নায়িকা এবং বিক্রমের সঙ্গে তাঁর রসায়ন দর্শকপ্রিয়, তাই তাদের জুটি ফের বড়পর্দায় প্রত্যাশিত। অন্যদিকে দর্শনা বণিক গ্ল্যামারাস ও কনটেম্পোরারি উপস্থিতি নিয়ে নতুন ধাঁচের সম্ভাবনা দেখাচ্ছেন।
ছবিতে আরও দেখা যাবে অভিজ্ঞ শিল্পী খরাজ মুখোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যর। চিত্রনাট্যের কাজ বর্তমানে পুরোদমে চলছে এবং শুটিং এই বছরেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন এখন একটাই- বিক্রমের বিপরীতে কে হবেন নায়িকা? পরিচালক কাকে বেছে নেবেন, তা নিয়েই এখন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পিএ/টিএ