রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা সালাহ

লিভারপুলের অ্যানফিল্ডে প্রায় বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছিল মোহাম্মদ সালাহ। তবে নাটকীয়ভাবে অলরেডদের সঙ্গে মিশরীয় তারকার নতুন চুক্তি হয়েছে গত মৌসুমে। এরপর ২৯ গোল এবং আরও ১৮ গোলে অবদান রেখে তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিলেন। এবার রেকর্ড তৃতীয়বারের মতো জিতলেন ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

ম্যানচেস্টারে গতকাল (মঙ্গলবার) এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে সালাহ দুইবার করে পিএফএ পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ ছয়জনকে ছাড়িয়ে গেলেন। এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কারের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছিলেন লিভারপুল ফরোয়ার্ড। প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী সালাহ জানান, ‘আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’

পিএফএ’র বর্ষসেরা একাদশেও আধিপত্য ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের। আর্নে স্লটের দল থেকে পুরস্কার জিতলেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি। অবশ্য পেপ গার্দিওলার দলটি ভুলে যাওয়ার মতো মৌসুম কাটিয়েছে গতবার।



এদিকে, নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের জার্সি গায়ে জড়িয়েই প্রথম মৌসুমে তিনি ১৯ গোল করেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, সেখানে অবশ্য হারিয়েছেন নিজের সাবেক ক্লাব বার্সেলোনাকে। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেও ফাইনালে উঠেছিলেন মারিওনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাদের জেতা হয়নি।

পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। রজার্স গত মাসেই ২৩ বছর পূর্ণ করেছেন, এর আগে ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার ভিলার হয়ে গত মৌসুযমে ৫৪ ম্যাচে করেন ১৪ গোল। অন্যদিকে ২১ বছর বয়সী স্মিথ নারী ফুটবলের দলবদলে সর্বোচ্চ দামে আর্সেনালে যোগ দিয়ে বিশ্বরেকর্ড গড়েন। লিভারপুল ছেড়ে যাওয়া কানাডিয়ান এই ফরোয়ার্ড ২০ ম্যাচে করেছিলেন ৭ গোল।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

জেলেনস্কি ও পুতিনের বৈঠকে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান: ম্যাক্রোঁ Aug 20, 2025
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন পদক্ষেপ Aug 20, 2025
যে আমল করলে আপনার ঘর ফেরেশতাদের ঘর হবে Aug 20, 2025
img
ডিএমপির সাবেক এডিসি নাজমুলকে সাময়িকভাবে বরখাস্ত Aug 20, 2025
img
রিয়ালে অবহেলিত রদ্রিগো, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা Aug 20, 2025
img
বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়েছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে: মুশফিক Aug 20, 2025
img
আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি: জাহিদ হাসান Aug 20, 2025
img
মন্ত্রিপাড়া বা লন্ডন থেকে আমাদের প্যানেল আসেনি : মাহিন সরকার Aug 20, 2025
img
মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা সুয়ারেজের Aug 20, 2025
img
ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান বাংলাদেশ সরকারের Aug 20, 2025
img
আন্দামান সাগরে পরিবার নিয়ে ভ্রমণে মেতেছেন পড়শী Aug 20, 2025
img
বিএনপির শীর্ষ পর্যায়ের বক্তব্যে সবাই সন্তুষ্ট : জয় Aug 20, 2025
img
ভোটার হতে প্রবাসীদের লাগবে না পাসপোর্ট Aug 20, 2025
img
সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে সরকার Aug 20, 2025
img
বঙ্গোপসাগরে ৫ দিন ভাসার পর বেঁচে ফিরলেন জেলে Aug 20, 2025
img
ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিন জাতীয় দলের সাবেক খেলোয়াড়কে হত্যা Aug 20, 2025
img
নেতানিয়াহুর সঙ্গে নিজেকেও নায়কের আসনে তুললেন ট্রাম্প Aug 20, 2025
img
ডাকসু নির্বাচন নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন পিনাকী ভট্টাচার্য Aug 20, 2025
img
কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ Aug 20, 2025
img
ফের ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে মহারাজ Aug 20, 2025