দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৮ রানের জয় এনে দেওয়ার ম্যাচে ক্যারিয়ারসেরা ৫ উইকেট নেওয়ার দারুণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ৬৮৭ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন। এতে শ্রীলঙ্কার মহীশ তিকশানা ও ভারতের কুলদীপ যাদব এক ধাপ করে পিছিয়েছে।
২ ধাপ এগিয়ে ৬৮৭ রেটিংয়ে এখন মহারাজ শীর্ষে। এতে এক ধাপ করে অবনতি হয়েছে তিকশানা (২) ও কুলদীপ যাদবের (৩)। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই।
মহারাজ রাজত্ব পুনরুদ্ধার করেছেন কীর্তি গড়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল প্রোটিয়াদের ৯৮ রানের জয় এনে দেওয়ার ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। তাতে প্রথমবার ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন তিনি। কেয়ার্নসে ৩৩ রানে ৫ উইকেট নেন।
২০২৩ সালের নভেম্বরে প্রথম ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেন মহারাজ।
পরে তাকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।
বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে জেডন সিলসেরও। ১৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার। ক্যারিবিয়ান পেসারের মতো ১৫ ধাপ উন্নতি হয়েছে আবরার আহমেদেরও। তবে পাকিস্তানের স্পিনারের অবস্থান ৩৯ নম্বরে।
ইএ/টিএ