রাজধানীর মহাখালী এলাকার ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মহাখালী টিবি গেট, জাতীয় বক্ষব্যাধি ও ক্যানসার হাসপাতালের প্রবেশ পথে অবৈধ দোকানগুলোর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন।
ডিএনসিসি জানায়, প্রশাসকের মৌখিক নির্দেশনা ও দাখিলকৃত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির অঞ্চল-৩ (মহাখালী) এর আওতাধীন ২০ নং ওয়ার্ডের অন্তর্গত মহাখালী টিবি গেট ও আশপাশ এলাকায় রাস্তা ও ফুটপাথের অবৈধ হকার দোকানপাটগুলো উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ও ক্যানসার হাসপাতালের প্রবেশ পথের অবৈধ দোকানসমূহ উচ্ছেদ করে রাস্তাটি যান চলাচলের জন্য সহজ করা হয়েছে বলেও জানানো হয়।
এমকে/টিএ