দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউডের হিটমেকার পরিচালক অ্যাটলির যৌথ প্রকল্প “AA22xA6” নিয়ে উত্তেজনার পারদ দিন দিন চড়ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর এই বিগ বাজেট ছবিতে নাকি বিজয় সেতুপতি থাকছেন বিশেষ উপস্থিতিতে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মুম্বাইয়ে তাঁর কিছু দৃশ্য ধারণও করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
এদিকে ছবির সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোন। খবর এসেছে, তিনি শুটিংয়ের জন্য পুরো ১০০ দিন সময় দিয়েছেন, যা প্রমাণ করছে গল্পে তাঁর চরিত্রের গুরুত্ব। দীপিকাকে দেখা যাবে একেবারে নতুন আঙ্গিকেযোদ্ধার সাজে, হাতে বিশেষভাবে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে।
“AA22xA6” কে বলা হচ্ছে ভারতের সিনেমায় নতুন এক পরীক্ষা। ছবিটি তৈরি হচ্ছে “প্যারালাল ইউনিভার্স” ঘরানায়। থাকবে বিপুল ভিএফএক্স, নাটকীয় গল্প বলার ধরণ এবং অভিনব এক পারিবারিক বৃক্ষকেন্দ্রিক কাহিনি।
চিত্রায়ণ চলবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। আর বড়পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শেষ দিকে। দীর্ঘ অপেক্ষার আগেই ভক্তরা এই ছবিকে বলছেন—“দশকের সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় সিনেমা”।
এমকে/টিএ