বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যেনতেন নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সেই সংশয় আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরনো ধাঁচে নিয়ে যাবে। আমরা যে ভোরের আলো দেখেছি সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর ফ্যানটাউনে কনফারেন্স হলে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনকে ঘিরে গঠিত সংস্কার কমিটির সদস্য হয়েও একটি গোষ্ঠী পূর্ণ সংস্কার না চেয়ে নির্বাচন চাচ্ছে। যদি পূর্ণ সংস্কার না হয়ে নির্বাচন হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হবে।’
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সংলাপের আহবান জানিয়ে ডা. মোহাম্মদ তাহের বলেন, ‘এর আগেও আমি প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।
পারস্পরিক নিজেরাই অন্তর্দলীয় সংলাপ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা একটি পার্টি আলাদা হতে পারে, আবার অনেগুলো পার্টি মিলেও বসতে পারি। কারণ আলোচনাটা আমাদের জন্য অপরিহার্য এই জন্য যে, যাতে করে বিভিন্ন দলের মধ্যে যে আস্থার সংকট আছে, সেগুলো দূর হওয়া দরকার। যে সংশয় আছে সেটাও দূর হওয়া দরকার।
তিনি বলেন, ‘আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তী এবং প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার যারা রয়েছে সকলে খোলা মনে নির্বাচন এবং পরিবেশ নিয়ে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে সকলে এগিয়ে নিয়ে যাব এবং নির্ধারিত সময়ে যেন নির্বাচন হয়, সে ব্যাপারে আমরা সার্বিকভাবে এক হয়ে পরস্পর সহযোগিতা করব এবং সরকার, রাজনৈতিক স্টেকহোল্ডার এবং নির্বাচন কমিশন সকলে মিলেই আমরা একটা অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।’
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিকে