সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তাকে সিলেট দুদক কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবেই সিলেটের দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পসহ পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কমিশন ও ঘুষ গ্রহণ, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, অনিয়ম ও আত্মীয়স্বজনের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে দুদক কর্মকর্তা জানান।
উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন এম এ মান্নান। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন হাসপাতাল থেকেই তিনি মুক্তি পান এবং এরপর থেকে ঢাকায় অবস্থান করছেন।
কেএন/টিএ