অদ্ভুত এক ইশতেহার নিয়ে আলোচনায় এলেন ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী। আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী মো. আশিকুর রহমান, যিনি তার ইশতেহারে শিরোনামে লিখেছেন, ‘ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা’। নিজের ইশতেহারে তিনি ক্লাসে উপস্থিতির নম্বর শিথিল করার পরিকল্পনা জানান।
তিনি লিখেন, ‘আই ডিক্লেয়ার ওয়ার ওন মাই ফ্যাকাল্টিজ। কেন আমাকে ওই ৫ মার্কের জন্য ঘণ্টার পর ঘণ্টা বস্তাপচা লেকচার শোনা লাগবে? এর থেকে ক্লাস না করে ভালো রেজাল্ট করা যায়।’ এছাড়া, তিনি মনে করেন ৭০-৭৫% উপস্থিতিতেই ফুল মার্ক দেওয়া উচিত এবং ৫০% থাকলেও পরীক্ষায় বসতে দেওয়া উচিত।
আশিকুর রহমান তার ইশতেহারে আরও উল্লেখ করেছেন, সদস্য হিসেবে তেমন পরিবর্তন আনার সুযোগ কম, তাই তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো সংগ্রহ করে প্রশাসনের কাছে দাবি আদায়ের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘ফাডাফাডি, প্রেসারাইজ, আলোচনা করে দাবি আদায় আমার কাজ, সোফায় বসে আরাম করে তামাশা দেখা আপনার কাজ।’ তার মূল ফোকাস হলো ক্যাম্পাসের রিসোর্স ও ইনফ্রাস্ট্রাকচার সর্বোচ্চভাবে ব্যবহার করা, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, হল নির্মাণ বা হোস্টেলে রূপান্তরের কাজ করা এবং বহিরাগত জনসমাবেশের পার্কিং ও যেখানে সেখানে মূত্রবিসর্জন নিয়ন্ত্রণ করা।
ইশতেহারে তিনি কোরআন তিলাওয়াত, সাহিত্য-সংস্কৃতি চর্চা, কনসার্টসহ সব কর্মকাণ্ডের মধ্যে ধর্মীয় সংবেদনশীলতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আশিকুর তার ভোটারদের আর্থিক সততা, কোনো নারী কেলেঙ্কারি না থাকা, ভাই ব্রাদার কোরাম না থাকা এবং স্ট্র্যাটেজিক দক্ষতা দেখিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি রাজনীতি থিওরি এবং ডাইরেক্ট অ্যাকশনের সমন্বয়ে করতে চান এবং নিজেকে একজন রাজনৈতিক আমলা হিসেবে উপস্থাপন করেছেন। এছাড়া, তার প্রচারণা জেন-জি স্টাইল ও অ্যানিমে-ভক্তদের জন্য সাজানো বলে উল্লেখ করেন তিনি। আশিকুরের ভাষ্য, ‘এটা জেনজি যুগ, আমার পোস্টার, প্রচারণা সব জেনজি স্টাইলেই হবে’। পাশাপাশি মজার ছলে তিনি বলেন, ‘ডাকসুতে দাড়িয়েছে সবাই, কিন্তু বসে আছে একজনই’।
সামাজিক মাধ্যমে সিগারেট মুখে ছবি পোস্ট করে তার প্রচারণা কিছুটা বিতর্কের মুখোমুখি হলেও অনেকে তার স্বতঃস্ফূর্ততা প্রশংসা করছেন। আশিকুর নিশ্চিত না হলেও তিনি ছাত্র ইউনিয়নের মেঘমল্লার প্রার্থীকে হারানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। নওগাঁর এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র।
টিকে/