'ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার'

চীনের সরকারি গণমাধ্যম দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র ভারত সফরের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ওয়াং ই-র সীমান্ত বিবাদ নিয়ে বৈঠকের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খবরে।

চীনের গণমাধ্যমে এমনটাও লেখা হয়েছে যে, আমেরিকার দিক থেকে ভারতের ওপরে বাড়তি শুল্ক আরোপ করে যে চাপ সৃষ্টি করা হয়েছে, তার প্রেক্ষিতে ভারত তার রণনীতিতে পরিবর্তন করতে চাইছে এবং ওয়াং ই-র ভারত সফর তারই অংশ।

চীনা গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ভারতের সঙ্গে চীনের ভালো সম্পর্ক গ্লোবাল সাউথ-এর জন্য লাভজনক হবে।

এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে এক কথায় গ্লোবাল সাউথ বলে বর্ণনা করা হয়ে থাকে।

চীনের সরকারি গণমাধ্যমে ওয়াং ই-র ভারত সফরকে ইতিবাচক হিসাবে দেখা হচ্ছে। একই সঙ্গে দুটি দেশই যে একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক, সেই বিষয়টির ওপরে জোর দেওয়া হয়েছে চীনের গণমাধ্যমে। এই প্রসঙ্গেই আমেরিকা যে একতরফা চাপ দেওয়ার নীতি নিয়েছে, সেটাও উল্লেখ করেছে চীনের সরকারি গণমাধ্যম।

সরকারি ইংরেজি দৈনিক চায়না ডেইলিতে প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবেই ওয়াং ই-র ভারত সফরকে দেখা হচ্ছে।

ওই সম্পাদকীয়তেই লেখা হয়েছে, মার্কিন প্রশাসন যখন বিশ্বের অন্যান্য দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর এক শুল্ক-যুদ্ধ শুরু করেছে, তখন ভারত এই কঠিন বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছে যে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও মার্কিন শুল্ক থেকে রক্ষা পায়নি।

আরও লেখা হয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত, কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে ভারত কৌশলগত স্বাধীনতার গুরুত্ব বুঝতে পারছে এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, যাতে কৌশলগত সুবিধা পেতে পারে আবার নীতিগত নমনীয়তাও বজায় রাখতে পারে।

গ্লোবাল টাইমস-এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে যে, ভারত এশিয়ার বাজারের দিকে ঝুঁকছে। কারণ রপ্তানির জন্য আমেরিকার বাজারের ওপরে তাদের অতিরিক্ত নির্ভরতা ক্রমবর্ধমান শুল্কের কারণে তাদের কাছে একটা দুর্বলতা হয়ে উঠেছে।

জাতীয়তাবাদী সংবাদ ও প্রবন্ধের ওয়েবসাইট গুয়াঞ্চায় প্রকাশিত একটি লেখায় ফুদান বিশ্ববিদ্যালয়ের লিন মিনওয়াংয়ের একটি মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, আমেরিকার সঙ্গে দরকষাকষির ক্ষমতা বাড়ানোর জন্য ভারত চীনের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে।

তবে তিনি এও জুড়ে দিয়েছিলেন, সম্পর্কের উন্নতিকে স্বাগত জানায় চীন কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কোনো ইস্যুতেই তারা সমঝোতা করবে না।

যদিও ওয়াং ই-র ভারত সফর নিয়ে চীন ও ভারতের বক্তব্যে ফারাক লক্ষ্য করা গেছে। বিশেষত তাইওয়ান এবং তিব্বতের সাঙপো নদীর ওপরে চীনের প্রস্তাবিত বাঁধের ইস্যুতে দুটি দেশের আনুষ্ঠানিক বক্তব্যে অমিল দেখা গেছে।

চীনা গণমাধ্যমে লেখা হয়েছে, ওয়াংই-র সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে তাইওয়ান চীনের অংশ।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯ অগাস্ট যে বিবৃতি জারি করেছে, সেখানে লেখা হয়েছে, চীনের পক্ষ থেকে তাইওয়ানের ইস্যুটা তোলা হয়েছিল, কিন্তু ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় য়ে এই বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

স্পষ্টভাবে এটাও বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতোই তাইওয়ানের সঙ্গে ভারতের অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, এবং ভবিষ্যতেও তা থাকবে।

এদিকে, ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল পর্যটকদের ওপরে হামলার ঘটনার পরে ভারতীয় সামরিক বাহিনী অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানে হামলা চালায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে লেখা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ে সন্ত্রাসবাদের ইস্যু তুলেছিল দিল্লি। এটাও বলা হয় ওই বিবৃতিতে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্যতম মূল উদ্দেশ্যের একটা হলো সন্ত্রাসবাদের কুফল মোকাবিলা করা।

ওয়াং ই-কে উদ্ধৃত করে ওই বিবৃতিতে এটাও লেখা হয়েছিল যে তিনি বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

তবে চীনের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল, সেখানে ওয়াং ই-র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এস জয়শঙ্কর ও অজিত ডোভালের যেসব বৈঠক হয়েছে, সেগুলোতে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার কোনো উল্লেখ নেই।

আবার ভারতের বিবৃতিতে লেখা হয়েছে তিব্বতের ইয়ারলুঙ সাংপোর (ভারতে যেটি ব্রহ্মপুত্র নদ) ভাটি অঞ্চলে চীন যে অতিবৃহৎ বাঁধ দিচ্ছে, সে ব্যাপারে দুই পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে এস জয়শঙ্কর আশঙ্কা প্রকাশ করেছেন এবং এই ইস্যুতে স্বচ্ছতার প্রয়োজনের ওপরে জোর দিয়েছেন।

তবে এই ইস্যুর কোনো উল্লেখই চীনের বিবৃতিতে নেই।

সূত্র: বিবিসি বাংলা

এফপি/ টিকে


Share this news on:

সর্বশেষ

img
বাঘা বাঘা সাংবাদিকদের চোখ এড়িয়ে ইউরোপীয় মৌসুমের সবচেয়ে বড় চমক দেখাল পোর্তো Aug 23, 2025
img
বড় সুখবর মিলল বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে Aug 23, 2025
img
টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায় Aug 23, 2025
img
বাংলাদেশি পেসারদের গতি ও দক্ষতায় মুগ্ধ স্টুয়ার্ট ল Aug 23, 2025
img
কোহলি-রোহিতের অবসর নিয়ে বিসিসিআইয়ের কড়া জবাব Aug 23, 2025
img
ড. ইউনূসের কারণে শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব Aug 23, 2025
img
পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি Aug 23, 2025
img
নিজের ‘কাছের মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প Aug 23, 2025
img
জন্মদিনে চিরঞ্জীবীর ছবির অফিসিয়াল শিরোনাম উন্মোচন Aug 23, 2025
img
নারায়ণগঞ্জে দগ্ধদের সকলের অবস্থা সংকটাপন্ন Aug 23, 2025
img
ভুয়া হজ ও ওমরাহ এজেন্সির ফাঁদে না পড়ার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের Aug 23, 2025
img
শচীনকন্যা সারার নতুন উদ্যোগ, চালু করলেন নতুন পিলাটেস স্টুডিও Aug 23, 2025
img
স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান Aug 23, 2025
img
বাগেরহাটে এক চা দোকানের মাসিক বিল ৩ লাখ টাকা Aug 23, 2025
img
যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন Aug 23, 2025
img
নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব: সিইসি Aug 23, 2025
img
নির্বাচন করলে সরকার থেকে আগেই সরে আসতে হবে : নুরুল কবির Aug 23, 2025
img
দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত Aug 23, 2025
img
রোহিত-কোহলিকে বাদ দিয়ে পন্টিংয়ের সেরা পাঁচ ব্যাটারের তালিকা Aug 23, 2025
img
এশিয়া কাপে স্পন্সর নিয়ে দুশ্চিন্তায় ভারত Aug 23, 2025