ফরাসি লিগ ওয়ানে মৌসুমের প্রথম হোম ম্যাচে আঞ্জেরকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফাবিয়ান রুইজের একমাত্র গোলে জয় নিশ্চিত করার পর মাঠেই জমকালো আয়োজনে দর্শকদের সামনে পাঁচটি ট্রফি প্রদর্শন করে বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে মৌসুম শুরুর ম্যাচে গত সোমবার নঁতের মাঠে জিতেছিল পিএসজি। ঘরের মাঠে ফিরেও ধরে রেখেছে জয়ের ধারাবাহিকতা। তবে ডেম্বেলের ব্যর্থতায় প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে তারা। জোয়াও নেভেসের উপার্জিত পেনাল্টি থেকে স্পটকিক ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে বসেন ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার এই ফরাসি ফরোয়ার্ড।
তবু ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি লুইস এনরিকের শিষ্যরা। বিরতির পর ৫০ মিনিটে ডি-বক্সে জমা হওয়া চাপের ফল মেলে। দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। এরপর আর কোনো গোল না এলেও জয় নিশ্চিত হয় প্যারিসিয়ানদের।
এ জয়ে আঞ্জেরের বিপক্ষে ঘরের মাঠে টানা ১১তম জয় তুলে নিল পিএসজি।
এদিনও দলে ছিলেন না গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। তার বদলে নতুন চুক্তি করা লুকাস শেভালিয়ারের হাতেই গোলবারের দায়িত্ব দেন কোচ এনরিক।
আগামী ৩১ আগস্ট তুলুজের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
ইএ/টিকে