সর্বশেষ কয়েক মৌসুম ধরেই একটা নিয়ম চালু করেছে আইপিএল। চাইলেই একজন ব্যাটার শুধু ব্যাটিং কিংবা একজন বোলার শুধুই বোলিং করতে পারবেন। মূল কাজের বাইরে অন্য দুই বিভাগ নাও করতে পারেন। তাদের কাজ অন্য একজন করে দিবেন।
আইপিএলের এই নিয়মটাকে বলা হচ্ছে ইমপ্যাক্ট খেলোয়াড়।
তাই চাইলেই এই নিয়মে যেকোনো খেলায়াড় আইপিএলে ম্যাচ খেলতে পারেন। বিশেষ করে যারা ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেছে তাদের জন্য ভালোই। ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা, লোকেশ রাহুল, ট্রাভিস হেড, শিবম দুবে, রজত পাতিদারদের এই সুযোগের সদ্ব্যবহার করতে দেখা গেছে।
তবে অন্যরা খেললেও ইমপ্যাক্ট খেলোয়াড় হতে চান না বিরাট কোহলি।
উল্টো কোহলি জানিয়েছেন, যত দিন ক্রিকেট খেলবেন তত দিন সিংহের মতো খেলতে চান তিনি। ভারতীয় কিংবদন্তির এমন চাওয়ার বিষয়টি জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ স্বস্তিক চিকারা। ভারতীয় সংবাদ মাধ্যম রেভস্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন সর্বশেষ নিলামে ৩০ লাখ রুপিতে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুতে যোগ দেওয়া অলরাউন্ডার।
কোহলির বিষয়ে স্বস্তিক বলেছেন, ‘কোহলি ভাই বলেছেন, যতদিন ফিট থাকব ততদিন ক্রিকেট খেলব। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নয়, সিংহের মতো খেলব। পুরো ২০ ওভার ফিল্ডিং করার পর ব্যাটিং করব। যেদিন ইমপ্যাক্ট খেলোয়াড় হয়ে খেলতে হবে সেদিন ক্রিকেটকে বিদায় বলব।’
সম্প্রতি কোহলিকে নিয়ে বেশ আলোচনা চলছে।
বিশেষ করে তার অবসর নেওয়া নিয়ে। ইতিমধ্যে অবশ্য ভারতের হয়ে দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন তিনি। শুধু খেলে যাচ্ছেন ওয়ানডে। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলে অবসর নিতে চান তিনি। তবে বয়স ৩৬ বছর হওয়ায় আগামী বিশ্বকাপে তাকে স্কোয়াডে রাখা হবে কিনা তা নিয়ে বেশ গুঞ্জন চলছে।
বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা অবশ্য সময় হলেই জানা যাবে। তবে তার আগে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন কোহলি। লন্ডনে দুই ঘণ্টার ইনডোর সেশন শুরু করে দিয়েছেন বলে জানিয়েছে রেভস্পোর্টস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজকে সামনে রেখেই ইংল্যান্ডে প্রস্তুতি শুরু করেছেন ভারতীয় কিংবদন্তি। সিরিজটি শুরু হবে আগামী ১৯ অক্টোবর।
টিকে/