চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার (২২ আগস্ট) পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দুই পক্ষই আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা সব আবহাওয়ার কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ওয়াং ই পাকিস্তানের সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সেনাপ্রধান চীনের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার পাকিস্তান ত্যাগ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী সেনেটর ইশাক ডার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে বিদায় জানান। এ সময় পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত, বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
পিএ/টিকে