এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটে নতুন এক বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। যে কারণে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ভারতের জার্সি স্পনসর ‘ড্রিম ১১’ একই ধরনেরই অ্যাপ। আর তাই প্রশ্ন উঠেছে, তবে কি জার্সি স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে?
২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর ‘ড্রিম ১১।’ বোর্ডের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের। অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের জার্সির স্পনসর তারা। বোর্ডের সঙ্গে ড্রিম ইলেভেনের ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে। কিন্তু নতুন বিল পাশ হওয়ার পর জার্সি স্পনসর হিসেবে ‘ড্রিম ১১’-এর সঙ্গে বোর্ডের চুক্তি ভঙ্গ হতে পারে।
এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘ড্রিম ১১’-ও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এই জল্পনার মাঝে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। বার্তা সংস্থা এএফপি-কে তিনি বলেছেন, ‘যদি অনুমতি না পাই, তাহলে আমরা কিছু করতে পারব না। কেন্দ্রীয় সরকার যা নীতি নেবে তা অক্ষরে অক্ষরে পালন করবে ক্রিকেট বোর্ড।’
অর্থাৎ, এশিয়া কাপে জার্সি স্পনসর থাকবে কি না তা স্পষ্ট করেননি শইকীয়া। পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে ‘স্পোর্টসস্টার’ এক রিপোর্টে জানিয়েছে, ভারতের ৪৫ কোটি মানুষের কাছ থেকে ২০ হাজার কোটি টাকার বেশি আয় করে এই ধরনের অ্যাপ। যা পুরোটাই বেআইনি। তাই টাকার বিনিময়ে খেলা হয় এমন অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
যদি আগামীতে কেউ এ ধরনের অ্যাপের প্রচার করেন তাহলে তার পাঁচ বছরের জেলের সাজা হতে পারে। কেন্দ্রের সিদ্ধান্তের পর ‘ড্রিম ১১’ এক বিবৃতি জারি করে বলেছে, টাকার বিনিময়ে সেখানে আর কোনো অনলাইন খেলা হবে না। কিন্তু এশিয়া কাপে ভারতের জার্সি স্পনসর হিসেবে তারা থাকতে পারবে কি না সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
টিকে/