কোনো দিনও ক্রিকেটার হবেন না, সেটা আগেই জানিয়েছিলেন। শচীন টেন্ডুলকারও মেয়েকে উৎসাহিত করতেন নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার। সেই পথেই হেঁটেছেন শচীনকন্যা সারা টেন্ডুলকার।
জানা গেছে, নিজ উদ্যোগে একটি স্টুডিও চালু করেছেন সারা। কন্যার দ্বিতীয় ইনিংসের সাক্ষী ছিলেন শচীন ও তার স্ত্রী অঞ্জলি। নতুন এই স্টুডিওর নাম ‘পিলাটেস অ্যাকাডেমি’ রেখেছেন সারা।
মা-বাবাকে নিয়েই নতুন এই স্টুডিওর ফিতা কাটেন শচীনকন্যা। পরিবারের বাকিরাও সেখানে ছিলেন। কন্যার এই কাজে বেশ আনন্দিত শচীন।
তিনি বলেন, ‘বাবা-মা হিসেবে আপনারা সব সময় চান আপনাদের সন্তান নিজের ভালোবাসা নিয়ে এগিয়ে যাক। সারার এই স্টুডিও আমাদের হৃদয়ে গেঁথে থাকা সেই বিশেষ মুহূর্ত। কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এই যাত্রা সারা একাই করেছে। প্রতিটা ইঁট ও একাই গেঁথেছে। আমাদের জীবনে শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ও।’
ইএ/টিকে