ফেনীর ফুলগাজীতে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) দিপলু বড়ুয়া জানান, 'সীমান্তবর্তী এলাকা উত্তর তারাকুচা গ্রামের প্রবাসী জাকির হোসেনের পরিত্যক্ত একটি খামারে চোরাকারবারিরা এসব ভারতীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।
খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৯ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করা হয়।'
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, '৪০৪ পিছ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ২৬ হাজার টাকা হবে।'
তিনি আরো জানান, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
পিএ/টিকে