রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনার প্রধান আসামি জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৮ আগস্ট টিবি গেট এলাকার চাঁদুপুর ড্রাগ হাউস ফার্মেসিতে চাঁদাবাজির ঘটনা ঘটে। এ ঘটনার পর র্যাব-১ এর সিপিসি-১ ছায়াতদন্ত শুরু করে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জসিমকে শনাক্ত করা হয়। গতকাল শুক্রবার বনানী থানায় মামলা হলে অভিযানে নেমে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা করা হয়।
র্যাব-১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জসিম। জিজ্ঞাসাবাদে জসিম জানান, ঘটনার দিন সকালে অস্ত্রসহ মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে ফার্মেসিতে যান জসিম।
এ সময় পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা আত্মগোপনে চলে যান।
জসিম একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের নাম ব্যবহার করে মহাখালী ও বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেও হত্যা, ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে।
র্যাব আরো জানায়, জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালী দক্ষিণ পাড়া এলাকা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অপর আসামি ও চাঁদাবাজিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার জসিমকে বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পিএ/টিকে