সর্বশেষ ২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাইফ হাসান। রপর লম্বা সময় ধরে দলের বাইরে আছেন তিনি। এমনকি জাতীয় দলের ভাবনায়ও ছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। তবে সম্প্রতি 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো পারফর্ম করায় আবারো জাতীয় দলে ফিরেছেন তিনি।
২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হয় সাইফের। মিরপুরে জাতীয় দলের হয়ে খেলা দুই ম্যাচে করেন ১ ও ০। সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৫ ম্যাচে তার রান মাত্র ৫২, বল হাতেও উইকেটশূন্য তিনি। ব্যর্থতায় শুরু তার এটা বলাই যায়। তবে গেল দুই বছর নিজেকে নতুন করে গড়েছেন সাইফ।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে সাফল্য পাচ্ছেন সাইফ। ডিপিএল, বিপিএল, জিএসএল কিংবা ‘এ’ দল সবখানেই নিজের সক্ষমতার প্রমাণ করেছেন। পুরস্কার হিসেবে আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।
আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচক। সাইফকে দলে নেওয়া নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি। কোচ ও অধিনায়ক নির্বাচকদের সঙ্গে ছিলেন। অনেকে ওই জায়গায় (সাইফের জায়গা) বিবেচনায় ছিলেন। আমাদের ওপরের দিকে একজন বোলার দরকার ছিল। যেটা তিনি পূরণ করতে পারবেন।’
‘আমাদের নাম্বার থ্রি (তিনে) বা ফোর (চারে) এমনকি আরও ওপরে একজন খেলোয়াড় লাগতো। সেই আলোকে সাইফে চোখ ছিল। এবার তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। দলে কোন পরিস্থিতির সৃষ্টি হলে তিনি ওপেন করারও সক্ষমতা রাখেন। আমরা এমন মাল্টিপুল প্লেসে এড্রেস (অনেকগুলো দরকার মেটাতে পারে) করার মতো খেলোয়াড় বেশি খোঁজ করছি।’-যোগ করেন তিনি।
টিকে/