২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত কেন্দ্র ফি ও বোর্ড ফি ফেরতের ঘোষণা দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। পরীক্ষায় ফরম পূরণ করা শিক্ষার্থীদের অব্যয়িত অর্থ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফেরত দেওয়া হবে। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে সরাসরি অর্থ গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে দেশের সব জেলার পরীক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।
এর আগে ২০২০ সালে করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল হলে তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ের অব্যয়িত অর্থ ফেরতের নির্দেশনা দেওয়া হয়। সে সময় আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানানো হয়েছিল ফরম পূরণ করা শিক্ষার্থীদের প্রতি তত্ত্বীয় পত্রের জন্য ৩০ টাকা এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে প্রতি পত্রে ১০ টাকা ফেরত দেওয়া হবে।
তাছাড়া পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা এবং আইসিটি বিষয়গ্রহণকারীদের অতিরিক্ত ২৫ টাকা ফেরত দেওয়া হবে। আইসিটি বাদে অন্য সব ব্যবহারিক বিষয়ে প্রতি পত্রে আরও ৪৫ টাকা ফেরতের আওতায় আসবে। এছাড়া পরীক্ষার্থী কেন্দ্র ফি বাবদ যে অর্থ ব্যয় হয়নি, তাও প্রতিষ্ঠান থেকে ফেরত দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য আদায়কৃত অর্থের ১০ শতাংশ এবং আইসিটি ব্যবহারিকের জন্য পরীক্ষার্থীপ্রতি ২০ টাকা পর্যন্ত নিজেদের প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে।
অন্যদিকে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষার্থীপ্রতি ১৬০ টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান করতে হবে। এই অর্থ দিয়ে প্রশ্নপত্র ও গোপনীয় কাগজপত্র পরিবহন, বোর্ডে জমাদান, সংরক্ষণ এবং প্রশাসনিক খরচ নির্বাহ করা হবে।
এসএস/টিকে