জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক বলেছেন “তারেক রহমান ফ্যাসিস্ট পতন আন্দোলনের মহানায়ক।” তিনি দাবি করেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপরেখা।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আনিসুল হক বলেন, “বিএনপির ৩১ দফা মানেই বাংলাদেশে গণতন্ত্র, মানেই আগামীর বাংলাদেশ। এই দফাগুলোতে রয়েছে ভবিষ্যৎ সরকার গঠনের কাঠামো, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি।”
তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে তাদের সেই স্বপ্ন কোনোদিন সফল হবে না।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল আজিজ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, এমদাদুল হুদা, সদর ইউনিয়ন আহ্বায়ক বশির আহমদ, তাহিরপুর যুবদল নেতা এনামুল হক এনাম, সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ান, ছাত্রদল নেতা পারভেজ আহমদ, আবু সায়েম, মোবারক তালুকদার, এম হাবিবউল্লাহ প্রমুখ।
এসএস/টিকে