পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী গতকাল শনিবার বলেছেন, ভারতের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে যে কোনো আলোচনার ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত থাকবে এবং আর কোনো অনুরোধের ভিত্তিতে আলোচনা হবে না।
ভারত সম্প্রতি ঘোষণা করেছে যে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রীড়া সম্পর্ক বন্ধ করা হয়েছে, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও। তবে বহুজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো বাধা নেই। এতে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট ম্যাচের পথ প্রশস্ত করছে।
গত মাসে, পাকিস্তান স্পোর্টস বোর্ড দেশের খেলোয়াড়দের নির্দেশ দিয়েছিল যে তারা ভারতের কোনো ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করার আগে বোর্ডের অনুমোদন চাইবে।
লাহোরে এক প্রেস কনফারেন্সে ভারতের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নাকভী বলেছেন, ‘আমরা খুবই স্পষ্ট যে যখনই কোনো আলোচনার সুযোগ হবে, তা ভারতের সঙ্গে সমান অধিকারভিত্তিতে হবে এবং আর কোনো অনুরোধের ভিত্তিতে আলোচনার সময় নেই। যে সময় গেছে, সেটা শেষ। যা হবে, তা সমতার ভিত্তিতে হবে।’
নাকভী দলের দুর্বল পারফরম্যান্স নিয়ে আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই তারা উন্নতি দেখাবে। এছাড়া, আসন্ন এশিয়া কাপের জন্য সাংবাদিকদের ভিসা প্রদানে বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানান তিনি।
দল নির্বাচনের প্রসঙ্গে নাকভী জানান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য বাইরে রাখা হয়েছে। তিনি বললেন, ‘দলের নির্বাচনে আমার এক শতাংশও ভূমিকা নেই।
সব সিদ্ধান্ত যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়েছে।’
তিনি পাকিস্তানের জনগণকে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন এবং অনাবশ্যক সমালোচনা না করার পরামর্শ দিয়েছেন। কারণ “অপ্রয়োজনীয় সমালোচনা” টুর্নামেন্টের সময় খেলোয়াড়দের মনোবলহীন করে দেয় বলে জানান তিনি।
পিএ/টিকে