২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় থাকছেন না ভারতের দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমন গুঞ্জনের পরই জল্পনা-কল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বিদায়ী সংবর্ধনা নিয়ে। যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি। তবে ৫০ ওভারের ক্রিকেটকে এখনো বিদায় জানাননি তারা। হয়তো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এ ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান তারা। কিন্তু ৫০ ওভারের বিশ্বকাপে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় নেই এ দুজন সিনিয়র তারকা। এমন গুঞ্জনের মাঝে তাই জল্পনা-কল্পনা শুরু হয়েছে দুজনের বিদায়ী সংবর্ধনা নিয়ে।
তবে বিসিসিআইয়ের সভাপতি রাজীব শুক্লা বলছেন, ফেয়ারওয়েলের প্রসঙ্গ এখনো অপ্রাসঙ্গিক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওরা কি অবসর নিয়েছে? রোহিত ও কোহলি দুজনেই ওয়ানডে খেলছে। ওরা তো এখনও অবসর নেয়নি। তা হলে কেন ওদের অবসর ও ফেয়ারওয়েল নিয়ে কথা হচ্ছে। ওরা দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছে। কিন্তু ওয়ানডে তো খেলছে। এত ভাবনার কী আছে?’
বিসিসিআইয়ের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, রোহিত-কোহলিকে অবসর নেয়ার জন্য কোনো চাপ দিচ্ছে না বোর্ড। তিনি বলেন, ‘বিসিসিআইয়ের নীতি নির্দিষ্ট। আমরা কাউকে অবসর নিতে বলি না। ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়। বোর্ড সেই সিদ্ধান্তকে সমর্থন জানায়।’
দুজনের বিদায়ী সংবর্ধনা নিয়ে শুক্লা আরও বলেন, ‘এখনও তো ওরা অবসর নেয়ার কথা বলেনি। তা হলে কেন বিদায়ী সংবর্ধনা নিয়ে কথা হচ্ছে? ওরা যখন অবসরের কথা বলবে তখন আমরা বিদায়ী সংবর্ধনার কথা ভাবব। এখন থেকে কেন ওই সব ভাবছেন? ওরা তো এখনও খেলছে। দু’জনেই ভালো ফর্মে রয়েছে। তা হলে চিন্তার কী আছে?’
আইপিএলের পর থেকেই কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেননি রোহিত ও কোহলি। সবশেষ ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর ভারতও অবশ্য ৫০ ওভারের ফরম্যাট খেলেনি। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে রোহিত-কোহলিকে।
ইএ/টিকে