দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা শিবকার্তিকেয়ানকে এবার তুলনা করলেন নামজাদা পরিচালক এ আর মুরুগাদোস। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ মুক্তি পাচ্ছে শিবকার্তিকেয়ানের নতুন ছবি মাধরাসী। এর আগে এক সাক্ষাৎকারে মুরুগাদোস বলেন, তরুণ পরিচালকদের প্রতি ভরসা রাখার জন্য শিবকার্তিকেয়ানকে তিনি দক্ষিণী সুপারস্টার বিজয় ও অজিত কুমারের সঙ্গে এক কাতারে রাখেন।
পরিচালকের ভাষায়, ‘‘থালাপথি বিজয় স্যার ও অজিত স্যার তাঁদের ক্যারিয়ারের শুরুতে অনেক নবীন পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন, যা তাঁদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শিবকার্তিকেয়ানও একইভাবে নতুন প্রতিভাদের সুযোগ দিচ্ছেন, যা একজন তারকার জন্য সহজ সিদ্ধান্ত নয়।’’
মাধরাসী-এর গল্পের পটভূমি উত্তর ভারতে, আর সংগীতে আছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইতিমধ্যেই প্রকাশিত দ্বিতীয় গান বাঝিয়িরেন ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। তাই মুক্তির আগেই ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। শিবকার্তিকেয়ানের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে এই ছবি।
এমকে/এসএন