প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের (বেসামরিক কর্মকর্তা/কর্মচারী ব্যতীত) জন্য ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫’ গঠনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের (এমওডিসি ও ধর্মীয় পরামর্শক কর্মকর্তাসহ) জন্য সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির গঠন
সভাপতি: লে. জেনারেল মো. ফয়জুর রহমান
সদস্য:
১. মেজর জেনারেল মো. নাসিম পারভেজ
২. রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন
৩. এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ
৪. ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং
৫. এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ
৬. মিলিয়া শারমিন, যুগ্ম সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়
৭. ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর
সদস্য সচিব: ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান
কার্যপরিধি
কমিটি সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা, অবসর সুবিধা, পারিবারিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
১. সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ
২. বিশেষায়িত চাকরিধারীদের জন্য পৃথক কাঠামো
৩. কর প্রদানের ক্ষেত্রে বেতন কাঠামো নির্ধারণ
৪. বেতন-বহির্ভূত ভাতা (বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, উৎসব ভাতা ইত্যাদি) পুনর্নির্ধারণ
৫. মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের ব্যবস্থা
৬. অবসরকালীন সুবিধা ও পেনশন নির্ধারণ
৭. বেতনক্রমে অসংগতি ও বৈষম্য দূরীকরণ
৮. সেবা-সুবিধার নগদায়ন ও রেশন সুবিধা যৌক্তিকীকরণ
সুপারিশের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান ও দায়িত্বের বাস্তবতা বিবেচনা করে কমিটি সুপারিশ করবে। যেমন—
পরিবারের জীবনযাত্রার ব্যয়
শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারের সম্পদ পরিস্থিতি
দারিদ্র্য নিরসনের লক্ষ্য
মেধাবী ও দক্ষ কর্মকর্তা আকৃষ্ট করার প্রয়োজনীয়তা
বাহিনীর অতীত কীর্তি ও ভাবমূর্তি
শান্তি ও যুদ্ধকালীন দায়িত্ব ও কর্তব্য
কঠোর প্রশিক্ষণ, ত্যাগী জীবন, পরিবার থেকে বিচ্ছিন্নতা
কম বয়সে অবসরের বাস্তবতা
২৪ ঘণ্টা প্রস্তুত থাকার মানসিকতা
অতিরিক্ত ক্ষমতা
কমিটি প্রয়োজনে তিন বাহিনীর জন্য পৃথক সাব-কমিটি গঠন করতে পারবে। এছাড়া প্রয়োজনবোধে বাহিনীর যেকোনো সদস্যকে কমিটি বা সাব-কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।
অর্থ বিভাগ এ কমিটির কার্যক্রম জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সঙ্গে সমন্বয় করবে।
সময়সীমা
কমিটি তাদের সুপারিশমালা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে পুস্তক আকারে (২৫ কপি) সশস্ত্র বাহিনী বিভাগে দাখিল করবে।
এসএস/টিকে