তেহরানকে ‘বশ্যতা স্বীকারে বাধ্য’ করতে যুক্তরাষ্ট্রের চেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে ইরান বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
রোববার (২৪ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। খবরটি নিশ্চিত করছে রয়টার্স।
খামেনি বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে আমাদের হুমকি দিচ্ছে, আমার মতে তারা কেবল বাইরের দিকটাই দেখছে।
তিনি আরও বলেন, এই ইস্যুটি সমাধানযোগ্য নয়।
এমকে/এসএন