বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমান আগামী নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন। কারণ আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে।’
রোববার দুপুরে লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ১৭ বছরে দেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। গুম-খুন নির্যাতন হয়েছে। হাসিনার নেতৃত্বে অপকর্মগুলো হয়েছে।’
এ্যানী আরও বলেন, ‘রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। রাজনীতি পকেট ভারী করার জন্য নয়। পকেট ভারী করার জন্য কেউ যদি রাজনীতি করতে চান, সেটা হবে না, সেটা চলবে না।’
এসএন