জুলাই আন্দোলনে শহীদদের হত্যাকারীদের জামিনের প্রতিবাদ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচির কথা জানিয়েছেন তারা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ কথা জানান তারা।
এ সময় তারা অভিযোগ করেন, সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচি শুরু করে সচিবালয়ের অভিমুখে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা বাংলামোটর এমসিপি কার্যালয় গিয়ে নেতাদের সঙ্গে দেখা করতে চান, কিন্তু দেখা পাননি কারোর। তারপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে গিয়ে অবস্থান নেন তারা।
শহীদ ও আহত পরিবারের সদস্যরা আক্ষেপের সঙ্গে বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আন্দোলন সফল হওয়ার পরে বেশ কয়েকজন সরকারের উপদেষ্টা হয়েছেন, এনসিপির নেতা হয়েছেন। কিন্তু আজ তারা তাদের কোনো খোঁজ রাখছেন না।
কেএন/এসএন