২০০ মিটারেও পারলেন না শিরিন, ইমরানকে হারালেন তারেক

১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে সবচেয়ে বেশি আলো কাড়ে ২০০ মিটার স্প্রিন্ট। নারী ও পুরুষ দুই বিভাগেই ছিল নাটকীয়তা। নারী বিভাগে দ্রুততম মানবী খেতাব হারানোর পর ২০০ মিটারেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলেন না বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। সেনাবাহিনীর শারীফা খাতুন সেকেন্ডের ভগ্নাংশে তাঁকে পিছনে ফেলে প্রথমবারের মতো ২০০ মিটারে স্বর্ণপদক জয় করলেন।

দৌড় শুরুর পর থেকেই শারীফা এগিয়ে ছিলেন শিরিনের চেয়ে। শেষ মুহূর্তে শিরিন হাড্ডাহাড্ডি লড়াই জমালেও ফটোফিনিশে নির্ধারিত হয় ফল। মাত্র ০.০৩ সেকেন্ডের ব্যবধানে শারীফা সময় নেন ২৫.২৪ সেকেন্ড, শিরিনের সময় ২৫.২৭। বিকেএসপির মিম আক্তার ২৫.৮৭ সেকেন্ডে তৃতীয় হন।

দৌড় শেষে শিরিনকে দেখা যায় ব্যথায় কাতরাতে, আর নৌবাহিনীর কোচিং স্টাফরা তাঁকে সেবা দিতে ব্যস্ত হয়ে পড়েন। এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ২৪.৭৪ সেকেন্ডে প্রথম হয়েছিলেন শিরিন। এবার শুধু সময়ই বেশি লাগল না, হাতছাড়া হলো স্বর্ণপদকও।



অন্যদিকে জীবনের প্রথম ২০০ মিটার স্বর্ণ জিতে উচ্ছ্বসিত শারীফা। খুলনার এই স্প্রিন্টার বলেন, “অনেকবার জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেছি, কিন্তু কখনো ২০০ মিটারে প্রথম হতে পারিনি। সবসময় শিরিন আপুর চেয়ে এক ধাপ পেছনে থাকতাম। এবার পারায় ভীষণ ভালো লাগছে।”

মূলত ৪০০ মিটার স্প্রিন্টার শারীফা এবার ইনজুরির কারণে সেই ইভেন্টে নামেননি। তবে ২০০ মিটার জয় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এ ইভেন্টেও মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইংল্যান্ড প্রবাসী দ্রুততম মানব ইমরানুর রহমান ২০০ মিটারের শুরুটা দারুণ করলেও মাত্র ৫০ মিটার দৌড়ে ট্র্যাক থেকে ছিটকে যান। সেই সুযোগ কাজে লাগান সেনাবাহিনীর তারেক রহমান। নিজের সঙ্গে নিজের লড়াইয়ে দৌড় শেষ করে ২২.০৪ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হন তারেক। জাতীয় পর্যায়ে এটাই তাঁর প্রথম স্বর্ণ।

চ্যাম্পিয়ন হয়ে তারেক বলেন, “ইমরান ভাই থাকলেও আমার আত্মবিশ্বাস ছিল। আমি কার্ভে জোর দিয়েছিলাম। তিনি পুরো দৌড় সম্পন্ন করলে লড়াই হতো, তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতামই।”

২০০ মিটার দৌড়ে নৌবাহিনীর জহির রায়হানের আধিপত্য ছিল দীর্ঘদিন। এবার অংশ না নেওয়ায় আলো কাড়লেন নতুন তারকা তারেক। তিনি জানালেন, দীর্ঘমেয়াদি সেনাবাহিনীর ট্রেনিং তাঁকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে ।দিনাজপুরের সন্তান তারেকের অ্যাথলেটিক্সে পথচলা শুরু আর্মিতে যোগ দেওয়ার পর। সেখানেই প্রশিক্ষক সার্জেন্ট আজহার ও প্রধান কোচ ফরিদ স্যারের হাত ধরে তিনি জাতীয় মঞ্চে উঠে আসেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফজলুর রহমানের বক্তব্যে ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি স্পষ্ট: শিবির Aug 25, 2025
img
দলীয় নেতার ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি এনসিপির Aug 25, 2025
img
ভারতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান ১৪ দিনের জেল হেফাজতে Aug 25, 2025
img
সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দিল এনসিপি Aug 25, 2025
img
অধিনায়কের পেনাল্টি মিসে জয়ের অপেক্ষা বাড়লো ম্যানইউয়ের Aug 25, 2025
img
দুই দফা দাবিতে টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি প্রশাসন Aug 25, 2025
img
‘৫০০’ উইকেটের মাইলফলক ছুঁয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান Aug 25, 2025
img
ব্যাটে-বলে সাকিবের দাপটে পারফরম্যান্সে সহজ জয় পেল অ্যান্টিগা Aug 25, 2025
img
বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদারে উভয় দেশ ইতিবাচক: জাম কামাল খান Aug 25, 2025
img
যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি Aug 25, 2025
img
ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে: ডিএনসিসি প্রশাসক Aug 25, 2025
img
মওলানা ভাসানী সেতুতে আবারও চুরি, তারের পর এবার উধাও রিফ্লেক্টর লাইট Aug 25, 2025
img
জঙ্গলে অনেক প্রাণীই থাকে কিন্তু একটাই সিংহ থাকে: থালাপাতি বিজয় Aug 24, 2025
img
ঝোপে পোশাক পরিবর্তন ও দূরের টয়লেট নিয়ে কারিশমার কঠিন সময়ের স্মৃতিচারণ Aug 24, 2025
img
সরকারের আদেশটি অদ্ভুত ও হাস্যকর : মাসুদ কামাল Aug 24, 2025
img
কক্সবাজারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ২ পর্যটক নিহত Aug 24, 2025
'অভ্যুত্থান হোক বা বিপ্লব, ১ বছর কেটে গেছে' Aug 24, 2025
img
অসুস্থতা কাটিয়ে ছুটি কাটাতে বিদেশে পরীমণি Aug 24, 2025
img
সিলেট-বান্দরবানের ১৭টি পাথর কোয়ারি ইকো-ট্যুরিজম হিসেবে সংরক্ষণের নির্দেশ Aug 24, 2025
img
তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার Aug 24, 2025