দীর্ঘদিন ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। রাজনৈতিক কলহের কারণে এই দুই দেশ শুধু আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়। পহেলগাম হামলার পর পাকিস্তানের বিপক্ষে সব দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ক স্থগিত করেছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। এবার ভারতের এমন নীতির কড়া সমালোচনা করলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
২০১৩ সালের পর থেকে আর কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি ভার ও পাকিস্তান। একের পর এক ব্যর্থ উদ্যোগ, সুর কষেছে বহুবার। তবে সবই শেষ পর্যন্ত থমকে গেছে রাজনৈতিক কারণে।
পহেলগাম হামলার পর ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা করে, পাকিস্তানের সঙ্গে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না তারা। আইসিসি টুর্নামেন্টে ম্যাচ পড়লে তাতে আপত্তি নেই ভারতের, তবে দ্বিপাক্ষিক সিরিজ আর নয়।
তবে এবার কঠোর ভাষায় পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়ে দিলেন, এখন আর ভারতকে ছাড় দিবে না তারা। সিরিজের জন্য অনুরোধও করবে না। রোববার (২৪ আগস্ট) লাহোরে সাংবাদিকদের সামনে মহসিন নাকভি বলেন, 'ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কোনো ছাড় দেয়া হবে না। যখনই আলোচনা হবে, তা সমান অবস্থান থেকে হবে। যা হবে, তা সমতার ভিত্তিতেই হবে।'
তিনি পরিষ্কার করে দিয়েছেন, ভবিষ্যতে ভারত-পাকিস্তান বৈঠক হলে তা হবে ‘সমান অধিকার’ মেনে। আর কেউ কারও কাছে হাত পাতবে না। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মাঝেই এমন মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি।
ইএ/টিকে