দেশ-বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন, এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। এই অবস্থায় নিজের প্রাণনাশের শঙ্কা করছেন তিনি।
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
নিজের ও পরিবারের সদস্যের নিরাপত্তার বিষয়ে তুলে ধরে ফজলুর রহমান বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করছি, আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার দয়া করে নিশ্চিত করুন।’
এদিকে সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনো ১০-১২ জনের একদল ব্যক্তি ঢাকার সেগুনবাগিচা এলাকা অবস্থিত ফজলুর রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছিলেন।
এদিকে, ফজলুর রহমানের বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেজন্য ইতোমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব হাতে পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরও এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়।’
সূত্র : বিবিসি বাংলা।
এমআর